চীফ রিপোর্টারঃ
পবিত্র ঈদুল ফিতরের ছুটি শেষে কর্মস্থলে যোগ দিতে ঢাকায় ফিরছে মানুষ। এখনো ঢাকায় ফেরার তুলনায় যাওয়ার সংখ্যাটাই বেশি। ঈদের ছুটি শেষে বৃহস্পতিবার
কমলাপুরে ভিড় ছিল অনেকটা ঈদের আগে বাড়ি ফেরার মতোই। শনিবার (৭ মে) সকাল থেকে বেলা সাড়ে ১১টা পর্যন্ত কমলাপুর রেল স্টেশনে খোঁজ নিয়ে দেখা গেছে- দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা প্রতিটি ট্রেনেই যাত্রীদের চাপ রয়েছে। ব্রাহ্মণবাড়িয়া, টাঙ্গাইল, জামালপুর, খুলনা ও ময়মনসিংহ থেকে আসা কয়েকজন যাত্রী জানান, ট্রেনে যাত্রীদের চাপ ছিল খুব বেশি। টিকিট না পেয়ে অনেকে দাঁড়িয়ে এসেছেন। গরমে যাত্রীদের অবস্থা ছিল নাজুক। প্রতিটি কম্পার্টমেন্টেই ছিল আসনের তুলনায় বেশি যাত্রী। পা ফেলারও জায়গাও ছিল না ট্রেনের ভেতর। গরমে ট্রেনের ভেতরে সবচেয়ে বেশি কষ্ট হয়েছে নারী ও শিশুদের।
ছবি, সংগৃহীত
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাচারী রোড, ময়মনসিংহ জেলা আইনজীবি সমিতির ৪ ও ৫ নং ভবনের বিপরীত পাশে।
ঢাকা কার্যালয়ঃ কে ৭৪/৫,কোরাতলী এআই ইউবি রোড খিলক্ষেত, ঢাকা, ১২২৯।
যোগাযোগঃ 01917925375 /01736554862 / 01721927699
প্রকাশক: মারুফ হোসেন কমল