১৫ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ , ৩১শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ

প্রচ্ছদ অপরাধ, ময়মনসিংহ ময়মনসিংহে কোতোয়ালীর অভিযানে সাজা ও পরোয়ানাভুক্তসহ গ্রেফতার ২৬
৭, মে, ২০২২, ৯:৩৪ অপরাহ্ণ - প্রতিনিধি: , ,

এম এ আজিজ, স্টাফ রিপোর্টার, ময়মনসিংহ

থানা পুলিশের অভিযানে সাজাপ্রাপ্ত, পরোয়ানাভুক্ত ও জুয়াড়িসহ বিভিন্ন অপরাধের দায়ে ২৬ জনকে গ্রেফতার করেছে। শনিবার সকাল পর্যন্ত গত ২৪ ঘন্টায় পৃথক এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করে পুলিশ।


কোতোয়ালী মডেল থানার ওসি শাহ কামাল আকন্দ জানান, ঈদ পরবর্তী সময়ে আইন শৃংখলা ও অপরাধ নিয়ন্ত্রণে পুলিশ সুপার মোহাম্মদ আহমার উজ্জামানের নির্দেশে কোতোয়ালী পুলিশ কঠোর অবস্থানে রয়েছে। এর অংশ হিসাবে পুলিশ অভিযান পরিচালনা গত ২৪ ঘন্টায় ২৬ জনকে গ্রেফতার করে।

এর মাঝে এসআই নিরুপম নাগের নেতৃত্বে এসআই শাহ মিনহাজ উদ্দিন, এএসআই সুজন চন্দ্র সাহার নেতৃত্বে একটি টীম অত্র সুতিয়াখালী ডুকিপুড়া বাজার থেকে জুয়াড় সামগ্রীসহ ৬ জুয়াড়িকে গ্রেফতার করে। তারা হলো, মোঃ শাহীন, আব্দুল আজিজ, মোহাম্মদ আলী, সাহেব আলী মিয়া, অজয় ও মোঃ শাহজাহান। এসআই হাবিবুর রহমানের নেতৃত্বে একটি টীম আকুয়া মধ্যপাড়া হামেদ আলী রোড থেকে তিন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে। তারা হলো, মোঃ আকাশ, মোঃ রাসেল ও মোঃ মজনু। তাদের কাছ থেকে থেকে নেশাজাতীয় ইনজেকশন উদ্ধার করে পুলিশ। এসআই আবুল কাশেমের নেতৃত্বে এএসআই মিজানুর রহমানসহ একটি টীম বলাশপুর মুক্তিযোদ্ধা আবাসন এলাকা থেকে আরো ৬ জুয়াড়িকে গ্রেফতার করে। তাদের কাছ থেকে নগদ টাকা ও জুয়াড় সামগ্রী উদ্ধার করে পুলিশ। তারা হলো, মোঃ সাদেক আলী, ফরিদ মিয়া, আঃ জালাল, বাপ্পি মিয়া, উমেদ আলী ও মনির মিয়া। এসআই ত্রিদীপ কুমার বীরের নেতৃত্বে একটি টীম নিয়মিত মামলার আসামী হাতেম আলী ও এরশাদ আলী ওরফে আশেদ আলী, এসআই রাশেদুল ইসলামের নেতৃত্বে একটি টীম নিয়মিত মামলার আসামী মাজহারুল ইসলাম মিন্টু, এসআই হারুনুর রশিদের নেতৃত্বে একটি টীম মামলার আসামী আব্দুল আলিম, এসআই কামাল হোসেন সংগীয় ফোর্স সহ টাউন হল মোড় থেকে মোঃ শরীফ ও সুজন চৌহানকে গ্রেফতার করে।
এছাড়া এসআই হারুনুর রশিদ এসআই ফারুক, এএসআই হুমায়ুন, এএসআই ইলিয়াছ, এএসআই মিজানুর সাজাপ্রাপ্ত ও পরোয়ানাভুক্ত আরো আরো ৫জনকে গ্রেফতার করে। তারা হলো, নাজির হোসেন, মোঃ রানা, মোঃ আনোয়ার হোসেন, সুমন মিয়া ওরফে দেলোয়ার ও ফরহাদ। তাদেরকে শনিবার আদালতে পাঠিয়েছে পুলিশ।