চীফ রিপোর্টারঃ- দেশে আগামী তিন দিন বজ্রসহ বৃষ্টিপাতের প্রবণতা বাড়তে পারে। সেইসঙ্গে দমকা অথবা ঝড়ো হাওয়াও বয়ে যেতে পারে জানিয়েছে আবহাওয়া অফিস।
রোববার (৮ মে) আবহাওয়ার পূর্বাভাসে জানা যায়, দক্ষিণপূর্ব বঙ্গোপসাগর ও এর কাছাকাছি দক্ষিণ আন্দামান সাগর এলাকায় অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপটি ঘণীভূত ও অগ্রসর হয়ে প্রথমে নিম্নচাপ, তারপর গভীর নিম্নচাপ এবং আরো ঘণীভূত হয়ে আজ সকালে দক্ষিণপূর্ব বঙ্গোপসাগর ও এর আশপাশের এলাকায় ঘূর্ণিঝড় আসানিতে পরিণত হয়েছে। এটি আরো ঘণীভূত ও উত্তরপশ্চিম দিকে অগ্রসর হয়ে ভারতের উড়িষ্যার দিকে যেতে পারে। পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে আরও বলা হয়, রংপুর, রাজশাহী, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়ার সঙ্গে প্রবল বিজলী চমকানোসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।