১৮ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ , ৩রা ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ

প্রচ্ছদ সারা বাংলা আসাদগেটে ট্রাকচাপায় নৌসদস্যের মর্মান্তিক মৃত্যু
৯, মে, ২০২২, ৫:০০ অপরাহ্ণ - প্রতিনিধি:

চীফ রিপোর্টার – রাজধানীর আসাদগেট এলাকায় সিগনাল পার হওয়ার সময় দ্রুতগতির একটি ট্রাকের চাপায় মোটরসাইকেল আরোহী নৌবাহিনীর এক সদস্য নিহত হয়েছেন। রোববার (৮ মে) দিবাগত রাত ১২টার পর মোটরসাইকেল নিয়ে বাসায় ফিরছিলেন নৌবাহিনীর অর্কেস্ট্রা দলের সদস্য হোসাইন মোস্তফা পরাগ। চাকায় পিষ্ট করার পাশাপাশি প্রায় দেড়শ ফুট পর্যন্ত তাকে টেনে নিয়ে যায় ট্রাকটি। এতে ঘটনাস্থলেই প্রাণ হারান পরাগ। মরদেহ উদ্ধার করে নেয়া হয়েছে সোহরাওয়ার্দী হাসপাতালে। প্রত্যক্ষদর্শীরা জানান, মোটরসাইকেলটি ইউটার্ন নেয়ার সময় ট্রাকটি দ্রুত এ রাস্তায় প্রবেশ করে। এরপর মোটরসাইকেলটিকে ধাক্কা দিলে চালক ট্রাকের নিচে পড়ে যান। তারপর অনেক দূর তাকে টেনে নিয়ে যায় ট্রাকটি। এরপর ট্রাকের হেলপার চাকার নিচ থেকে ওই ব্যক্তিকে সরিয়ে দিয়ে দ্রুত পালিয়ে যায়। এ বিষয়ে মোহাম্মদপুর থানার উপপরিদশর্ক তৌফিক আহম্মেদ বলেন, রাতে দ্রুতগতিতে ট্রাক চলে। এটা নিয়ন্ত্রণ করা গেলে ভালো হতো। দ্রুতগতির কারণে এ দুর্ঘটনা ঘটেছে। এ ঘটনায় মোহাম্মদপুর থানায় মামলা করেছেন নিহতের ছোট ভাই। সিসিটিভির ফুটেজ দেখে ট্রাক ও ঘাতক চালককে শনাক্তের চেষ্টা চলছে। পরাগের গ্রামের বাড়ি রাঙামাটিতে। তার দুই সন্তান রয়েছে।

 

সুত্র, Ridmik news