বিনোদন তথ্য প্রতিদিন
সঙ্গীতশিল্পী অর্ণব ২০১৫ সালে হঠাৎ হারিয়ে গিয়েছিলেন ‘খুব ডুব’ অ্যালবাম প্রকাশের পরেই। মাঝে হাতেগোনা কয়েকটি লাইভ কনসার্টে দেখা গেলেও নতুন মিউজিক আয়োজনে দেখা নেই তার। চলতি বছরের শুরুর দিকে নতুনভাবে ফেরার ঘোষণা দিয়েছিলেন তিনি। ঢাকায় করেছিলেন ‘অর্ণব আনপ্লাগড ২০১৯’ নামে কনসার্ট। তুমুল সাড়া ফেলেছিল কনসার্টটি। সেই ধারাবাহিকতায় আরো কয়েকটি লাইভ কনসার্টে দেখা গেছে তাকে। এবার পর পর দুদিন অর্ণব অংশ নেবেন দুটি গানের অনুষ্ঠানে। একটি যাত্রা বিরতির আয়োজনে এবং অন্যটির আয়োজক ক্লাব হাউস। বৃহস্পতিবার ও শুক্রবার টানা দুদিন দুটি কনসার্টে গাইবেন অর্ণব। বনানীতে অবস্থিত যাত্রা বিরতিতে বৃহস্পতিবার (৭ নভেম্বর) সন্ধ্যা ৭টা থেকে গাইবেন অর্ণব এন্ড ফ্রেন্ডস। এক হাজার টাকার টিকেট মূল্যে পুরো আয়োজনটি উপভোগ করতে পারবেন দর্শক। এদিকে এর পরদিন শুক্রবার ধানমন্ডির রবীন্দ্র সরোবরে গাইবেন অর্ণব। ক্লাব হাউসের আয়োজনে এই কনসার্টটি দর্শক বিনামূল্যে উপভোগ করতে পারবেন। বিকেল ৪টা থেকে শুরু হয়ে এই কনসার্টটি চলবে রাত ৮টা পর্যন্ত। অর্ণব ছাড়াও এখানে আরো পারফর্ম করবেন সার্কাস পুলিশ ও ফাইরুজ নাজিফা।