স্টাফ রিপোর্টারঃ
পূর্বশত্রুতাকে কেন্দ্র করে ঈশ্বরগঞ্জ উপজেলা ছাত্রলীগ নেতা মেহেদী জাফর হ্নদয়কে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে আহত করে মারাত্মকভাবে জখম করেছে।
বর্তমানে সে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তিরত অবস্থায় আছে।
স্থানীয় সূত্র জানা যায় পূর্বশত্রুতার জের ধরে জমি দখলকে কেন্দ্র করে সন্ত্রাসীচক্রের হোতা সাহেদ আলী গং স্থানীয় ভূমিদস্যুদের সহায়তায় পরিকল্পিতভাবে হত্যার উদ্দেশ্যে হামলা চলায়। এ ব্যাপারে ঈশ্বরগঞ্জ থানায় মামলা হয়েছে (জিআর মামলা নং ১২৪/২২) এবং ইতিমধ্যে ৩ জনকে গ্রেফতার হয়েছে। এই ন্যাক্কারজনক হামলার প্রতিবাদে
ঈশ্বরগঞ্জ ছাত্রলীগের পক্ষ থেকে শাস্তিমূলক বিচারের দাবী করছেন।
স্থানীয় সুধীসমাজও এই সন্ত্রাসীচক্রের দৃষ্টান্তমূলক শাস্তি দাবী করছেন।