১৮ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ , ৩রা ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ

প্রচ্ছদ অপরাধ, ঢাকা রাজধানীতে ৩০ কেজি গাঁজাসহ তিনজনকে গ্রেফতার করেছে ডিবি গুলশান বিভাগ
১২, মে, ২০২২, ৫:৫৬ অপরাহ্ণ - প্রতিনিধি:

চীফ রিপোর্টারঃ

রাজধানীর যাত্রাবাড়ী থানা এলাকা থেকে ৩০ কেজি গাঁজাসহ তিনজনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এর গোয়েন্দা গুলশান বিভাগ। গ্রেফতারকৃতদের নাম- মোঃ ওমর সানী, মোঃ ফয়সাল ও মোঃ আল আমিন।

বুধবার (১১ মে ২০২২) রাত ৮:১৫ টায় যাত্রাবাড়ী থানার মাতুয়াইল ফুট ওভার ব্রীজ হতে শনির আখড়া ফুট ওভার ব্রীজের মাঝামাঝি থেকে গাঁজাসহ তাদেরকে গ্রেফতার করে গোয়েন্দা ক্যান্টনমেন্ট জোনাল টিম।

অভিযানে নেতৃত্ব দেয়া গোয়েন্দা গুলশান বিভাগের ক্যান্টনমেন্ট জোনাল টিমের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার এস.এম রেজাউল হক ডিএমপি নিউজকে জানান, মহানগর এলাকায় বিশেষ অভিযান পরিচালনাকালীন তথ্য আসে কতিপয় মাদক ব্যবসায়ী কুমিল্লা জেলা হতে গাঁজা সংগ্রহ করে পিকআপযোগে ঢাকায় আসছে। এমন তথ্যের ভিত্তিতে মাতুয়াইল ফুট ওভার ব্রীজ হতে শনির আখড়া ফুট ওভার ব্রীজের মাঝামাঝি রাস্তার পাশে সুমনের চায়ের দোকানের সামনে অবস্থান নেয় পুলিশ। পিকআপটি উক্ত স্থানে পৌঁছালে পুলিশের উপস্থিতি টের পেয়ে দরজা খুলে পালানোর সময় সঙ্গীয় ফোর্সের সহায়তায় ওমর সানী, ফয়সাল ও আল আমিনকে পিকআপসহ গ্রেফতার করা হয়। আর ওই পিকআপ কভার্ডভ্যান (ঢাকা মেট্রো-ন-১৮-৯৩০৭) থেকে উদ্ধার করা হয় ৩০ কেজি গাঁজা।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে প্রাপ্ত তথ্য সম্পর্কে গোয়েন্দা কর্মকর্তা বলেন, গ্রেফতারকৃতরা কুমিল্লা জেলার সীমান্তবর্তী এলাকা থেকে গাঁজা সংগ্রহ করে ঢাকাসহ আশপাশ বিভিন্ন জেলায় বিক্রয় করে থাকে।

যাত্রাবাড়ী থানায় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু হয়েছে বলে জানান গোয়েন্দা এ পুলিশ কর্মকর্তা।