ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধিঃ
ঈশ্বরগঞ্জে দুটি তেলের মিল থেকে দুই হাজার লিটার সয়াবিন তেল জব্দ করা হয়েছে। আজ বৃহস্পতিবার উপজেলার আঠারবাড়ি ইউনিয়নের রায়েরবাজারে এ অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এ সময় দুটি ব্যবসা প্রতিষ্ঠানকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। বিষয়টি নিশ্চিত করেন ইউএনও মোসা. হাফিজা জেসমিন।
জানা যায়, ময়মনসিংহ জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক নিশাত মেহের নেতৃত্বে আঠারবাড়ি রায়েরবাজারে সেলিম ওয়েল মিল এবং আঠারবাড়ি ওয়েল মিলে একটি অভিযান পরিচালনা করা হয়। এ সময় আঠারবাড়ি অয়েল মিল থেকে ১ হাজার ৬০০ লিটার সয়াবিন তেল উদ্ধারের পর ২০ হাজার টাকা জরিমানা ও সেলিম অয়েল মিল থেকে ৪০০ লিটার সয়াবিন তেল উদ্ধারের পর ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযানে ময়মনসিংহ জেলা ক্যাবের সাধারণ সম্পাদক জনাব জিএম রহমান ফিলিপ, উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর বেদেনা আক্তার এবং ঈশ্বরগঞ্জ থানা-পুলিশের একটি টিম উপস্থিত থেকে অভিযানে সার্বিক সহযোগিতা করেন।
ঈশ্বরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোসা. হাফিজা জেসমিন জানান, ‘আঠারবাড়ি রায়েরবাজারে তিনটি প্রতিষ্ঠানে অভিযান পরিচালনা করা হয়েছে। এরমধ্যে আঠারবাড়ি অয়েল মিল ও সেলিম অয়েল মিলে অবৈধভাবে সয়াবিন তেল মজুত করার অপরাধে ৩০ হাজার জরিমানা করা হয়েছে।’ এই অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাচারী রোড, ময়মনসিংহ জেলা আইনজীবি সমিতির ৪ ও ৫ নং ভবনের বিপরীত পাশে।
ঢাকা কার্যালয়ঃ কে ৭৪/৫,কোরাতলী এআই ইউবি রোড খিলক্ষেত, ঢাকা, ১২২৯।
যোগাযোগঃ 01917925375 /01736554862 / 01721927699
প্রকাশক: মারুফ হোসেন কমল