১৮ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ , ৩রা ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ

প্রচ্ছদ অপরাধ, ঢাকা ঢাকা জেলার আশুলিয়া এলাকা হতে ১৪১ বোতল ফেন্সিডিলসহ ০৩ জন মাদক কারবারিকে গ্রেফতার করেছে র‌্যাব-৪।
১৪, মে, ২০২২, ৭:১৮ অপরাহ্ণ - প্রতিনিধি:

চীফ রিপোর্টারঃ

র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন, র‌্যাব এলিট ফোর্স হিসেবে আত্মপ্রকাশের সূচনালগ্ন থেকেই বিভিন্ন ধরনের অপরাধ নির্মূলের লক্ষ্যে অত্যন্ত আন্তরিকতা ও নিষ্ঠার সাথে কাজ করে আসছে। সন্ত্রাস ও জঙ্গীবাদ নির্মূলের পাশাপাশি মাদক দ্রব্য উদ্ধার ও মাদক ব্যবসায়ীদের গ্রেফতারসহ নেশার মরণ ছোবল থেকে তরুণ সমাজকে রক্ষা করার জন্য র‌্যাবের জোড়ালো তৎপরতা অব্যাহত আছে।

এরই ধারাবাহিকতায় ১৪ মে ২০২২ ইং তারিখ দুপুর ০২.২০ ঘটিকার সময় র‌্যাব-৪ এর একটি আভিযানিক দল ঢাকা জেলার আশুলিয়া থানাধীন এলাকায় অভিযান পরিচালনা করে ১৪১ বোতল ফেন্সিডিল এবং ০৩ টি ব্যাগসহ নিম্নোক্ত মাদক কারবারিদের’কে গ্রেফতার করতে সক্ষম হয়ঃ

(ক) মোঃ জালাল উদ্দিন (৪২), জেলা- পাবনা ।
(খ) মোঃ জাহাঙ্গীর প্রামানিক (৪২), জেলা- কুষ্টিয়া।
(গ) মোঃ রাজ্জাক হোসেন (৩৮), জেলা- কুষ্টিয়া।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, গ্রেফতারকৃত আসামীরা দেশের সীমান্তবর্তী এলাকা হতে ফেনসিডিল সংগ্রহ করে ঢাকা মহানগরী ও পার্শ্ববর্তী বিভিন্ন এলাকার ডিলার ও খুচরা বিক্রেতাদের নিকট বিক্রয় করে আসছিলো।

উপরোক্ত বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন।