১৫ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ , ৩১শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ

প্রচ্ছদ ময়মনসিংহ ফুলবাড়িয়ায় সন্তোষপুর উচ্চ বিদ্যালয়ের ভবন উদ্বোধন করেন এমপি মোসলেম উদ্দিন
১৪, মে, ২০২২, ১০:৩৯ অপরাহ্ণ - প্রতিনিধি: , ,

এম এ আজিজ, স্টাফ রিপোর্টার, ময়মনসিংহ

ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলায় ১নং নাওগাও ইউনিয়নের সন্তোষপুর উচ্চ বিদ্যালয়ের ৪ তলা একাডেমিক ভবন বণ্যার্ঢ্য আয়োজনে শুভ উদ্বোধন করা হয়েছে। শনিবার (১৪ মে) দুপুরে ম্যানেজিং কমিটির সভাপতি মাসুদুর রহমানের সভাপতিত্বে প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক আব্দুল কুদ্দুস স্বাগত বক্তব্য রাখেন।
প্রধান অতিথি হিসেবে মাননীয় সংসদ সদস্য ১৫১, ময়মনসিংহ -৬ ও সরকারি প্রতিশ্রুতি সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আলহাজ্ব মোঃ মোসলেম উদ্দিন এডভোকেট ৪ তলা একাডেমিক ভবন শুভ উদ্বোধন করেন।

এর আগে প্রধান অতিথিকে অত্র স্কুলের পক্ষ থেকে ফুলেল অভিনন্দন ও সম্মাননা স্মারক প্রদান করা হয়।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ফুলবাড়িয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল মালেক সরকার,ফুলবাড়িয়া থানার ওসি আবুল কালাম আজাদ,সাবেক জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান অধ্যাপিকা ফারজানা শারমিন বিউটি, সাবেক জেলা পরিষদের সদস্য মোঃ রুহুল আমীন। এছাড়া আরো বক্তব্য রাখেন, বীর মুক্তিযোদ্ধা নূরুল ইসলাম,আওয়ামী নেতা ডাঃ তোফাজ্জল হোসেন, ইউপি চেয়ারম্যান গোলাম কিবরিয়া শিমুল, সাবেক ইউপি চেয়ারম্যান ময়েজ উদ্দিন তরফদার, মোঃ আব্দুর রাজ্জাক, আওয়ামী লীগ নেতা মোঃ সিরাজুদ্দৌলা মঞ্জু, অত্র প্রতিষ্ঠানের শিক্ষক আবু বকর ছিদ্দিক, স্কুল শিক্ষার্থী ইশরাত জাহান সালেহা। অনুষ্ঠান পরিচালনা করেন মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ বেলায়েত হোসেন। পরিশেষে সাংস্কৃতিক মনোজ্ঞ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।