১৮ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ , ৩রা ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ

প্রচ্ছদ অপরাধ, ঢাকা এক ফোনের সূত্রধরে ১৫৮টি চোরাই মোবাইল উদ্ধার: গ্রেফতার আট
১৯, মে, ২০২২, ৫:৩১ অপরাহ্ণ - প্রতিনিধি:

চীফ রিপোর্টারঃ – এ যেন কেঁচো খুড়তে সাপ খুঁজে বের করা। এক ফোনের সূত্রধরে উদ্ধার হলো ১৫৮টি চোরাই ফোন। ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকা থেকে চুরি হওয়া মোবাইলসহ সঙ্ঘবদ্ধ চোর চক্রের আটজনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এর গোয়েন্দা উত্তরা বিভাগ।

গ্রেফতারকৃতরা হলো- মনির হোসেন, মোঃ মোতাহার হোসেন, মোঃ সুরুজ হোসেন, মোঃ শাহজালাল, মোঃ মেহেদী হাসান, কুমার সানি, মোঃ হৃদয় ও শামীম ওসমান।

মঙ্গলবার (১৭ মে ২০২২) বিকাল ০৩:০৫ টায় রাজধানীর উত্তরা এলাকার বিভিন্ন স্থান ও মোতালেব প্লাজা থেকে তাদেরকে গ্রেফতার করে গোয়েন্দা উত্তরা বিভাগের উত্তরা জোনাল টিম।

গ্রেফতারের সময় তাদের হেফাজত থেকে চুরি হওয়া বিভিন্ন মডেলের ১৫৮টি মোবাইল সেট, ১টি ল্যাপটপ ও নগদ ১ লক্ষ ১৮ হাজার টাকা উদ্ধার করা হয়।

অতিরিক্ত পুলিশ কমিশনার বলেন, গত ২৯ এপ্রিল উত্তরা ১০ নং সেক্টরে কেন্দ্রীয় জামে মসজিদে দুপুরে ওযু করার সময় এক ব্যক্তির একটি আইফোন চুরি হয়। এ ঘটনায় ১৬ মে তার অভিযোগের প্রেক্ষিতে ডিএমপির উত্তরা পশ্চিম থানায় একটি মামলা রুজু হয়। থানা পুলিশের পাশাপাশি মামলাটির ছায়া তদন্ত শুরু করে গোয়েন্দা উত্তরা বিভাগের উপ-পুলিশ কমিশনার কাজী শফিকুল আলম, বিপিএম এর নেতৃত্বে একাধিক টিম।
তিনি বলেন, গোয়েন্দা তথ্য বিশ্লেষণ ও প্রযুক্তির সহায়তায় চুরি হওয়া মোবাইলটিসহ আরো ১৫৭টি চোরাই মোবাইল, ১টি ল্যাপটপ ও ১ লক্ষ ১৮ হাজার টাকা উদ্ধার করা হয়। এ সময় তিনি চুরি হওয়া মোবাইলটি কয়েকটি হাত বদল হয়ে আবার কীভাবে ক্রেতার কাছে আসে, তা তুলে ধরেন।

মোবাইল ফোন চুরি প্রতিরোধে জনসাধারণকে রাস্তাঘাটে চলাচলের ক্ষেত্রে সতর্ক থেকে চলাচল করতে অনুরোধ করেন তিনি। এছাড়া রিকশা বা পাবলিক পরিবহনে চলাচলের সময় কথা বলার প্রয়োজন হলে গাড়ির ভিতরের দিকে মোবাইল রেখে কথা বলার পরামর্শ দেন ডিবি এ কর্মকর্তা।

চোরাই উদ্ধারকৃত মোবাইলগুলোর আইএমইআই নম্বরসমূহ হলো-

জব্দ কপি- ১
০১। আই ফোন- আই,এম,ইআই- ৩৫৫৭৭৭৯১৪২২৫২৬৭, ৩৫৫৭৭৭৯১৪৩১৩২৮৭
০২। আই ফোন- আই,এম,ইআই- ৩৫৩০৭৯১০৯৮৭৭২৩, ৩৫৩০৭৯১০৯৮৫৮৪৯৫
০৩। আই ফোন- আই,এম,ইআই- ৩৫৭২৬৯০৯৩২৪৩৫২৫, ৩৫৭২৬৯০৯৩১৪৪১১১
০৪। আই ফোন- আই,এম,ইআই ৩৫৭৩৭৩৩০৯৪৭২৭১১২, ৩৫৭৩৭৩০৯৫০৪৭৭৬৭
০৫। অপো মোবাইল (কালো কালার) আই,এম,ইআই – ৮৬০৭৩৩০৫২৪৯২৯৫১, ৮৬০৭৩৩০৫২৪৯২৯৪৪
০৬। অপো মোবাইল- (গোল্ডেন কালার) আই,এম,ইআই -৮৬৬৫৫৮০৩৫৩৬৩৩৩২, ৮৬৬৫৫৮০৩৫৩৬৩৩২৪
০৭। অপো মোবাইল-(সিলভার কালার) আই,এম,ইআই – ৮৬৬৮৯৯০৫১৫৮৯৩৯৬, ৮৬৬৮৯৯০৫১৫৮৯৩৮৮
০৮। অপো (অফ হোয়াইট কালার) আই,এম,ইআই – ৮৬৫৪২৪০৫৮০৩১৭৫৩, ৮৬৫৯২৪০৫৮০৩১৭৪৬
০৯। অপো মোবাইল-(সিলভার কালার) আই,এম,ইআই – ৮৬৩৭৮২০৫১৭৮৮২৫৪, ৮৬৩৭৮২০৫১৭৮৮২৪৭
১০। অপো মোবাইল (কালো কালার) আই,এম,ইআই – ৮৬৮৮৯৬০৫০৮৯৯৬১৮,৮৬৮৮৯৬০৫০৮৯৯৬০০
১১। অপো মোবাইল (কালো কালার) আই,এম,ইআই – ৮৬০৭৩৩০৫৬৩৫০৮৯০, ৮৬০৭৩৩০৫৬৩৫০৮৮২
১২। অপো মোবাইল (কালো কালার) আই,এম,ইআই – ৮৬৬২০৬০৫১৪০৭৭৫৩, ৮৬৬২০৬০৫১৪০৭৭৪৬
১৩। অপো মোবাইল (কালো কালার) আই,এম,ইআই -৮৬৩৭৮২০৫৭৯৪৯৯৯১, ৮৬৩৭৮২০৫৭৯৪৯৯৮৩
১৪। অপো মোবাইল (বøু কালার) আই,এম,ইআই – ৮৬১০১৪০৫৪৭০৯৬৯৫,৮৬১০১৪০৫৪৭০৯৬৮৭
১৫। অপো মোবাইল-(সিলভার কালার) আই,এম,ইআই – ৮৬১৯৩২০৫৭১০০৩৫৮, ৮৬১৯৩২০৫৭১০০৩৪১
১৬। অপো মোবাইল (কালো কালার) আই,এম,ইআই – ৮৬৬৫৯২০৫২৬২৫৬৫৩, ৮৬৬৫৯২০৫২৬২৫৬৪৬
১৭। অপো মোবাইল (গোলাপি কালার) আই,এম,ইআই -৮৬৮৬১৫০৫৪২৪৩৬৩৮/৪১,৮৬৮০১৫০৫৪২৪৩৬২০/৪১
১৮। অপো মোবাইল-(সিলভার কালার) আই,এম,ইআই -৮৬১০৬৬০৫৬৩৮৪৮৫১,৮৬১০৬৬০৫৬৩৮৪৮৪৪
১৯। অপো মোবাইল (কালো কালার) আই,এম,ইআই – ৮৬৬০৩০০৫০১৮৫৮৭৫,৮৬৬০৩০০৫০১৮৫৮৬৭
২০। অপো মোবাইল-(সিলভার কালার) আই,এম,ইআই – ৮৬১৯৩২০৫৫১১৭১৭২,৮৬১৯৩২০৫৫১১৭১৬৪
২১। অপো মোবাইল-(লাল কালার) আই,এম,ইআই – ৮৬৯২৬০০৩৫৯৭৭৯৯০,৮৬৯২৬০০৩৫৯৭৭৯৮২
২২। অপো মোবাইল-(কালো কালার) আই,এম,ইআই -৮৬৮০৬৬০৫২১৯২৭১৫,৮৬৮০৬৬০৫২১৯২৭০৭
২৩। অপো মোবাইল-(কালো কালার) আই,এম,ইআই -৮৬৬০৩০০৫৮১৪৩৬৫২,৮৬৬০৩০০৫৮১৪৩৬৪৫
২৪। অপো মোবাইল-(কালো কালার) আই,এম,ইআই -৮৬৮২২২০৫৩৫৭০০৩৩,৮৬৮২২২০৫৩৫৭০০২৫
২৫। অপো (অফ হোয়াইট কালার) আই,এম,ইআই- নাই।
২৬। অপো মোবাইল-(কালো কালার) আই,এম,ইআই -৮৬৮০৬৬০৫০৬৯৬২৩৮,৮৬৮০৬৬০৫০৬৯৬২২০
২৭।। অপো মোবাইল-(কালো কালার) আই,এম,ইআই – ৮৬২৭১৯০৪৭২৭৮৯৯১,৮৬২৭১৯০৪৭২৭৮৯৮৩
২৮। অপো মোবাইল (বøু কালার) আই,এম,ইআই – ৮৬৬৮৩০০৪৫৬৮০২৩১,৮৬৬৮৩০০৪৫৬৮০২২৩
২৯। অপো মোবাইল-(কালো কালার) আই,এম,ইআই – ৮৬৯৯৫৯০৪০১৩০৯৩৯,৮৬৯৯৫৯০৪০১৩০৯২১
৩০।মোবাইল ফোন আই,এম,ইআই –৮৬২৩৮৪০৫১২৫৫৬৭২/০০, ৮৬২৩৮৪০৫১২৫৫৬৮০/০০
৩১। রেডমি মোবাইল আই,এম,ইআই –৮৬৩১১৮০৪১৬৮৮০৩৩,৮৬৩১১৮০৪১৬৮৮০৪১
৩২। রেডমি (বøু কালার) আই,এম,ইআই –৮৬৮২৬৯০৪৫০৪৭২৯৯,৮৬৮২৬৯০৪৫৫৪৭২৯৮
৩৩।। রেডমি (বøু কালার) আই,এম,ইআই – ৮৬৪৭৮২০৪৭৯০৫৯৩৫,৮৬৪৭৮২০৪৭৯০৫৯৪৬
৩৪। মোটোরোলা (সবুজ কালার) আই,এম,ইআই –৩৫৭৬৪৫১৩১৪৪৪৫৩২/১৪,৩৫৭৬৪৫১৩১৪৪৪৫৪০/১৪
৩৫।এম আই মোবাইল আই,এম,ইআই -৮৬৮১৯৯০৩০৬৮৪২৭৯,৮৬৮১৯৯০৩১৫১৪২৭৭
৩৬।মোটোরোলা (কালো কালার) আই,এম,ইআই -৩৫৬৬৬৫৬৮১১১৮০৫৫/০৮,৩৫৬৬৬৫৬৮১১১৮০৬৩/০৮
৩৭।রেডমি (গ্রে কালার) আই,এম,ইআই -৮৬৯৯৫৬০৫১১২৭০৬৯,৮৬৯৯৫৬০৫১১২৭০৭৭
৩৮।রেডমি মোবাইল আই,এম,ইআই- ৮৬৮০৩৪০৫৩৪৭৪৬৪৯,৮৬৮০৩৪০৫৩৪৭৪৬৫৬
৩৯। এম আই (বøু কালার)আই,এম,ইআই – ৮৬২৩৮৪০৫৮১২৪০৭৯/০০,৮৬২৩৮৪০৫৮১২৪০৮৭/০০
৪০।রেডমি (বøু কালার) আই,এম,ইআই – ৮৬০৩৭০০৫৩৪৯৭৯৪৩/১০,৮৬০৩৭০০৫৩৪৯৭৯৫০/১০
৪১।মোটোরোলা আকাশি আই,এম,ইআই – ৩৫৭১৭৫৯৩১৩০৩৭৭৯/১৯,৩৫৭১৭৫৯৩১৩০৩৭৮৭/১৯
৪২।মোটোরোলা আকাশি আই,এম,ইআই – ৩৫৭২১৮১০১১০৮৯৩১/২৫,৩৫৭২১৮১০১১০৮৯৪৯/২৫
৪৩।মোটোরোলা আকাশি আই,এম,ইআই- ৩৫১৬২৮১১৩২৪৭৮২২/১৩, ৩৫১৬২৮১১৫২৪৭৮২০/১৩
৪৪।রেডমি (বøু কালার) আই,এম,ইআই – ৮৬৫৫৫২০৪২৬৪১২১১/০১, ৮৬৫৫৫২০৪২৬৪১২২৯/০১
৪৫। রেডমি (সাদা কালার) আই,এম,ইআই – ৮৬৯৩৭৯০৫০৪১৫৮৮২/০১,৮৬৯৩৭৯০৫০৪১৫৮৯০/০১
৪৬।রেডমি (আকাশি কালার) আই,এম,ইআই -৮৬৯০০৯০৪৬৪৮০৭৩৮, ৮৬৯০০৯০৪৬৪৮০৭৪৬
৪৭।রেডমি (বøু কালার) আই,এম,ইআই -৮৬৭৩৮১০৪২৪১৫২১২, ৮৬৭৩৮১০৪২৪১৫২২০
৪৮।রেডমি (ক্রিম কালার) আই,এম,ইআই – ৮৬৭৪৯৬০৪২৯৪৬৩৫২, ৮৬৭৪৯৬০৪২৯৪৬৩৬০
৪৯।রেডমি (আকাশি কালার) আই,এম,ইআই -৮৬৫০০৮০৫৯২৩৭৮৪৯/১০,৮৬৫০০৮০৫৯২৩৭৮৫৬/১০
৫০।রেডমি (কালো কালার) আই,এম,ইআই – ৮৬৮৯১৫০৫৯৬৫৮৮৪৯/০১,৮৬৮৯১৫০৫৯৬৫৮৮৫৬/০১
৫১।রেডমি (নীল কালার) আই,এম,ইআই- নাই
৫২।রেডমি (আকাশি কালার) আই,এম,ইআই -৮৬৮৬৩৮০৪৩১৩০৬৪৮,৮৬৮৬৩৮০৪৩১৩০৬৫৫
৫৩।রেডমি (নীল কালার) আই,এম,ইআই – ৮৬২৯২১০৪০০৯৭৯৫২,৮৬২৯২১০৪০০৯৭৯৬০
৫৪।সাওমি (কালো কালার) আই,এম,ইআই -৮৬৮৪৯৪০৫৪১৮৩০১৩/০৭,৮৬৮৪৯৪০৫৪১৮৩০২১/০৭
৫৫।রেডমি (কালো কালার) আই,এম,ইআই -৮৬৫১১৫০৪৪৭৬০৪১১,৮৬৫১১৫০৪৪৭৬০৪২৯
৫৬।রেডমি (কালো কালার) আই,এম,ইআই -৮৬৭৯৩৬০৪৮০৫৯৭৪২,৮৬৭৯৩৬০৪৮০৫৯৭৫৯
৫৭।রেডমি (আকাশি কালার) আই,এম,ইআই – ৮৬৫৫৫৯০৫৫৬১৪০৬৮/১১,৮৬৫৫৫৯০৫৫৬১৪০৭৬/১১
৫৮।এম আই মোবাইল যাহার পিছনে আই,এম,ইআই – নাই।
৫৯।এম আই (গোন্ডেন কালার) আই,এম,ইআই- ৮৬৭২৪৭০৪৬১২২৪৫২,৮৬৭২৪৭০৪৬১২২৪৬০
৬০।রেডমি (নীল কালার) আই,এম,ইআই – ৮৬৫৪৪১০৪৫১১৪৭৩৩,৮৬৫৪৪১০৪৫১১৪৭৪১
৬১।রেডমি (গ্রে কালার) আই,এম,ইআই – ৮৬৭৭৯৯০৪৬৭১১১৭১,৮৬৭৭৯৯০৪৬৭১১১৮৯
৬২।রেলমি (কালো কালার) আই,এম,ইআই- ৮৬২৪৯০০৫৪৬০৯৬৭২/৪১,৮৬২৪৯০০৫৪৬০৯৬৬০১/৪১
৬৩।রেলমি (কালো কালার) আই,এম,ইআই-৮৬০৭০৫০৫৩১০৮১১৩/২৪,৮৬০৭৪৫০৫৩১০৮১০৫/২৪
৬৪।।রেলমি (কালো কালার) আই,এম,ইআই-৮৬৯৮২৯০৫০৬৫১০৭৬/০৭, ৮৬৯৮২৯০৫০৬৫১০৬৮/০৭
৬৫।।রেলমি (কালো কালার) আই,এম,ইআই-৮৬৯৪২৯০৫১০৫৩২৩১/০৬, ৮৬৯৮২৯০৫১০৫৩২২৩/০৬
৬৬।রেলমি (বøু কালার) আই,এম,ইআই-৮৬১৮৭৬০৪২৪৫৫৩৭৯,৮৬১৮৭৬০৪২৪৫৫৩৬১
৬৭।রেলমি (বøু কালার) আই,এম,ইআই-৮৬০৬৩৫০৪৫৩০৮২৫৩,৮৬০৬৩৫০৪৫৩০৮২৪৬
৬৮।রেলমি (নীল কালার) আই,এম,ইআই- ৮৬০৫৫৫০৪০২৯০৪৫৬,৮৬০৫৫৫০৪০২৯০৪৪৯
৬৯।রেলমি (গ্রে কালার) আই,এম,ইআই- ৮৬১৩৩৮০৫৬৭৩১২৩৭/৪০,৮৬১৩৩৮০৫৬৭৩১২২৯/৪০
৭০। রেলমি (বøু কালার) আই,এম,ইআই- ৮৬৪১৩২০৪৬৭৭২০৯৭,৮৬৪১৩২০৪৬৭৭২০৮৯
৭১।।রেলমি (কালো কালার) আই,এম,ইআই- নাই
৭২।।রেলমি (গ্রে কালার কালার) আই,এম,ইআই-৮৬৫২৫৯০৫১৫০৪৪১৯/৯৭,৮৬৫২৫৯০৫১৫০৪৪০১/৯৭
৭৩।।রেলমি (আকাশী কালার) আই,এম,ইআই- ৮৬২০৪০০৪৬৯৩৯৫৯৪/১০,৮৬২০৪০০৪৬৯৩৯৫৮৬/১০
৭৪।।রেলমি (বøু কালার) আই,এম,ইআই- নাই

জব্দ কপি- ২

০১। রেলমি (সাদা কালার) আই,এম,ইআই-৮৬৭৪২৯০৪০৭৮২০৩২/৫৩, ৮৬৭৪২৯০৪০৭৮২০২৪/৫৩
০২। রেলমি (গ্রে কালার) আই,এম,ইআই-৮৬০৭৫৬০৫১০১৫০৯৩/১১, ৮৬০৭৫৬০৫১০১৫০৮৫/১১
০৩। ভিভো (সাদা কালার) আই,এম,ইআই-নাই
০৪। ভিভো (গ্রে কালার) আই,এম,ইআই-৮৬৬০৫২০৫২১৩৩৯৭৬,৮৬৬০৫২০৫২১৩৩৯৬৮
০৫। ভিভো (টুইন কালার) আই,এম,ইআই-৮৬৮১৮৮০৫৪৩৩৯৬৩৯,৮৬৮১৮৮০৫৪৩৩৯৬২১
০৬। ভিভো (সিলভার কালার) আই,এম,ইআই-৮৬৮৩৮৬০৫৬৩৩৪১৯০/১০,৮৬৮৩৮৬০৫৬৩৩৪১৮২/১০
০৭। ভিভো (সিলভার কালার) আই,এম,ইআই-৮৬৩৯৩৫০৫৬৭৮৭৬৫১,৮৬৩৯৩৫০৫৬৭৮৭৬৪৪
০৮। ভিভো (কালো কালার) আই,এম,ইআই-৮৬৬৩৮৬০৪৮৮৫১২৫৩, ৮৬৬৩৮৬০৪৮৮৫১২৪৬,
০৯। ভিভো (সিলভার কালার) আই,এম,ইআই- ৮৬৮৮৯৪০৫৫৭৫২৮১৭, ৮৬৮৮৯৪০৫৫৭৫২৮০৯
১০। ভিভো (সিলভার কালার) আই,এম,ইআই- ৮৬৬৫৮৩০৫৭০৮১৫৩৯, ৮৬৬৫৮৩০৫৭০৮১৫২১
১১। ভিভো (নীল কালার) আই,এম,ইআই- ৮৬৪৪৩৩০৫২৬২৫৫৫৩, ৮৬৪৪৩৩০৫২৬২৫৫৪৬
১২। ভিভো (নীল কালার) আই,এম,ইআই- ৮৬৫২৬৫০৫৯৫৪৮১৭৫/০৯, ৮৬৫২৬৫০৫৯৫৪৮১৬৭/০৯
১৩। ভিভো (নীল কালার) আই,এম,ইআই- ৮৬৯৬৮৫০৫৩৫৫৩২৯১, – ৮৬৯৬৮৫০৫৩৫৫৩২৮৩
১৪। ভিভো (নীল কালার) আই,এম,ইআই- ৮৬১৫৫৬০৪৭২৬৫৩৭৫, ৮৬১৫৫৬০৪৭২৬৫৩৬৭
১৫। ভিভো (সীলভার কালার) আই,এম,ইআই- ৮৬০৬৮৮০৫৫৩১২১৭৮, ৮৬০৬৮৮০৫৫৩১২১৬০
১৬। ভিভো (নীল কালার) আই,এম,ইআই- ৮৬৮৩৯০০৫৯৪৬৩৫৭৬, ৮৬৮৩৯০০৫৯৪৬৩৫৬৮
১৭। ভিভো (নীল কালার) আই,এম,ইআই- ৮৬৬৭১১০৫৭৭২১৩৭০, ৮৬৬৭১১০৫৭৭২১৩৬২
১৮। ভিভো (কালো কালার) আই,এম,ইআই- ৮৬০৭৫৩০৫১৯৮০৫৭৪/২১, ৮৬০৭৫৩০৫১৯৮০৫৬৬/২১
১৯। ভিভো (নীল কালার) আই,এম,ইআই- ৮৬৮২৫১০৫৫৩৩৫৩৯২, ৮৬৮২৫১০৫৫৩৩৫৩৮৪
২০। ভিভো (নীল কালার) আই,এম,ইআই- ৮৬৮২৫১০৫৬৮৬৪৯৯৪, ৮৬৮২৫১০৫৬৮৬৪৯৮৬
২১। ভিভো (সীলভার কালার) আই,এম,ইআই- ৮৬৬৫৮৩০৫৮২১২০৫৯, ৮৬৬৫৮৩০৫৮২১২০৪২,
২২। ভিভো (টুইন কালার) আই,এম,ইআই- ৮৬১৬১২০৫৬৭৭০৭১২, ৮৬১৬১২০৫৬৭৭০৭০৪
২৩। ভিভো (আকাশী কালার) আই,এম,ইআই- নাই
২৪। ভিভো (কালো কালার) আই,এম,ইআই- ৮৬৮১৬৫০৫৩০৮৬২১৩, ৮৬৮১৬৫০৫৩০৮৬২০৫
২৫। ভিভো (কালো কালার) আই,এম,ইআই- নাই
২৬। ভিভো (কালো কালার) আই,এম,ইআই- নাই
২৭। ভিভো (গোলাপী কালার) আই,এম,ইআই- ৮৬৬৩৮৬০৪৯৩৬১৬৯০, ৮৬৬৩৮৬০৪৯৩৬১৬৮২
২৮। ভিভো (আকাশী কালার) আই,এম,ইআই- ৮৬৯৬৮৫০৫৩৩৫৬৯৩৫, ৮৬৯৬৮৫০৫৩৩৫৬৯২৭
২৯। ভিভো (আকাশী কালার) আই,এম,ইআই- ৮৬৮৩২৬০৫১৭২৪১১০, ৮৬৮৩২৬০৫১৭২৪১০২
৩০। ভিভো (আকাশী কালার) আই,এম,ইআই- ৮৬৬২৪০০৫০৪২৭২৭২, ৮৬৬২৪০০৫০৪২৭২৬৪
৩১। ভিভো (আকাশী কালার) আই,এম,ইআই- ৮৬৮৯১৮০৫২২০৭৬১৪/১৬, ৮৬৮৯১৮০৫২২০৭৬০৬/১৬
৩২। ভিভো (আকাশী কালার) আই,এম,ইআই- ৮৬৯৩২৯০৫৬২৬৫৬৭৪, ৮৬৯৩২৯০৫৬২৬৫৬৬৬
৩৩। ভিভো (সিলভার কালার) আই,এম,ইআই- ৮৬৩৯৩৫০৫৩৪১৫১৭৩, ৮৬৩৯৩৫০৫৩৪১৫১৬৫
৩৪। ভিভো (সিলভার কালার) আই,এম,ইআই- নাই
৩৫। মাক্স টু জিরো (গ্রে কালার) আই,এম,ইআই- ৮৬৪৯৫০০৫৫৭৫৪৩৭৯/০৯, ৮৬৪৯৫০০৫৫৭৫৪৩৬১/০৯
৩৬। মাক্স টু জিরো (কালো কালার) আই,এম,ইআই- ৮৬০৭৭১০৫৭০৪৭৯৩৩/০১, ৮৬০৭৭১০৫৭০৪৭৯২৫/০১
৩৭। মাক্স টু জিরো (কালো কালার) আই,এম,ইআই-৮৬৭৪০৪০৫৪৪৫১০৫৫/০১, ৮৬৭৪০৪০৫৪৪৫১০৪৮/০১
৩৮। মাক্স টু জিরো (কালো কালার) আই,এম,ইআই-৮৬৩৮৯৬০৫২৫১৯২৫০/১৫, ৮৬৩৮৯৬০৫২৫১৯২৪৩/১৫,
৩৯। পোকো মোবাইল (নীল কালার) আই,এম,ইআই- ৮৬০৯৫০০৫২২১০৫২৮/০৯, ৮৬০৯৫০০৫২২১০৫৩৬/০৯
৪০। পোকো মোবাইল (গ্রে কালার) আই,এম,ইআই- ৮৬৮৭০৩০৩০৩৯৪২৩৩, ৮৬৮৭০৩০৩০৩৯৪২৪১,
৪১। পোকো মোবাইল (নীল কালার) আই,এম,ইআই- ৮৬৩৯১৮০৪৭০৮৪৯০৯, -৮৬৩৯১৮০৪৭০৮৪৯১৭,
৪২। হোয়াই মোবাইল (আকাশী কালার) আই,এম,ইআই- ৮৬১৪৯০০৪৩৩৭০৬৮৪, ৮৬১৪৯০০৪৩৪০৫৬৯৬
৪৩। হোয়াই মোবাইল (সাদা কালার) আই,এম,ইআই- ৮৬৭৫৩৭০২০৮৯১২৬৬,
৪৪। সামসাং মোবাইল (নীল কালার) আই,এম,ইআই- ৩৫৮২৩৭১০২৯১০৫০৮/০১, ৩৫৮২৩৮১০২৯১০৫০৬/০১
৪৫। সামসাং মোবাইল (কালো কালার) আই,এম,ইআই- ৩৫৫০২৮১০০২৮১৯১৬/০১, ৩৫৫০২৯১০০২৮১৯১৪/০১
৪৬। সামসাং মোবাইল (গ্রে কালার) আই,এম,ইআই- ৩৫১৬৭৬০৯১৪৬৩৬০৬/০২, ৩৫১৬৭৭০৯১৪৬৩৬০৪/০২,
৪৭। সামসাং মোবাইল (কালো কালার) আই,এম,ইআই- ৩৫৬০৫৫০৯১৬২৬০৭১/০২, ৩৫৬০৫৬০৯১৬২৬০৭৯/০২
৪৮। সামসাং মোবাইল (কালো কালার) আই,এম,ইআই- নাই।
৪৯। সামসাং মোবাইল (কালো কালার) আই,এম,ইআই- ৩৫৩৬৮০১১০৯৭৩৩৪৬/০১, ৩৫৩৬৮১১১০৯৭৩৩৪৪/০১
৫০। সামসাং মোবাইল (কালো কালার) আই,এম,ইআই- ৩৫৪০২০০৯৬৮৩৭২৫৭/০২, ৩৫৪০২১০৯৬৮৩৭২৫৫/০২
৫১। সামসাং মোবাইল (কালো কালার) আই,এম,ইআই- ৩৫৫০০০১১৫৮৪৪৩০১/০১, ৩৫৫০২৬১১৫৮৪৪০৩৬/০১
৫২। সামসাং মোবাইল (গোল্ডেন কালার) আই,এম,ইআই- ৩৫৯৪৭৩০৭১২০৭৯৪৪/০২, ৩৫৯৪৭৪০৭১২০৭৯৪২/০২
৫৩। সামসাং মোবাইল (গ্রে কালার) আই,এম,ইআই- ৩৫৮৪৫১৩২৭২৭৮৭৩৮/০১, ৩৫৯০৭৯৮৬৭২৭৮৭৩২/০১,
৫৪। সামসাং মোবাইল (নীল কালার) আই,এম,ইআই- ৩৫৩৪৩১১৩০৫৬৭২২৫/০১, ৩৫৫৩০৪২২০৫৬৭২২৩/০১
৫৫। সামসাং মোবাইল (কালো কালার) আই,এম,ইআই- ৩৫১৫৭৮১০৫৯০৭৯০১/০১, ৩৫১৫৭৯১০৫৯০৭৯০৯/০১,
৫৬। সামসাং মোবাইল (গোল্ডেন কালার) আই,এম,ইআই- ৩৫৮৩৪৪০৮৪১৪২২৮০/০১, ৩৫৮৩৪৫০৮৪১৪২২৮৭৭/০১
৫৭। সামসাং মোবাইল (নীল কালার) আই,এম,ইআই- ৩৫৩১২০৭৬৩৪২৬০৭৮/০১, ৩৫০৩৮৫৯১৩৪২৬০৭৯/০১
৫৮। সামসাং মোবাইল (নীল কালার) আই,এম,ইআই- ৩৫১৭৪৩৮৫২১৩৩১৪৯/০১, ৩৫২১২৮৩৫২১৩৩১৪৮/০১
৫৯। সামসাং মোবাইল (আকাশী কালার) আই,এম,ইআই- ৩৫৪৪৬৪১১৪৩২৬৪৭৩/০১ , ৩৫৪৪৬৫১১৪৩২৬৪৭০/০১
৬০। সামসাং মোবাইল (গোল্ডেন কালার) আই,এম,ইআই- ৩৫৬৩১৬০৮০২১৭৮১৩/০১, ৩৫৬৩১৭০৮০২১৭৮১১/০১
৬১। সামসাং মোবাইল (গ্রে কালার) আই,এম,ইআই- নাই।
৬২। সামসাং মোবাইল (গ্রে কালার) আই,এম,ইআই- ৩৫৬৯৭৭৫১৫১১৩১৬৪
৬৩। সামসাং মোবাইল (কালো কালার) আই,এম,ইআই- ৩৫৪৫৬৬৫৬০১১২০৬৪/০১, ৩৫৫২২৩৪৫০১২০৬৪/০১
৬৪। সামসাং মোবাইল (গ্রে কালার) আই,এম,ইআই- ৩৫৫৬৫৬১০১৫১০৮৬৫/০১, ৩৫৫৬৫৭১০১৫১০৮৬৩/০১
৬৫। সামসাং মোবাইল (কালো কালার) আই,এম,ইআই- ৩৫৫২৭১১১০৩৫০৩০১/০১, ৩৫৫২১৭২১০৩৫০৩০৯/০১
৬৬। সামসাং মোবাইল (কালো কালার) আই,এম,ইআই- নাই।
৬৭। সামসাং মোবাইল (গ্রে কালার) আই,এম,ইআই- ৩৫৪৫৮৬৮৫০৬০৫৭৩৪/০১, ৩৫৮৬৩০৭৮০৬০৫৭৩১/০১
৬৮। সামসাং মোবাইল (কালো কালার) আই,এম,ইআই- ৩৫১৬২৭৯৪০৩১৪৪৬৬/০১, ৩৫১৮৬৮৫৬০৩১৪৪৬৫/০১
৬৯। সামসাং মোবাইল (নীল কালার) আই,এম,ইআই- নাই।
৭০। সামসাং মোবাইল (নীল কালার) আই,এম,ইআই- ৩৫৫৩৬৮১১৩৫৩১১৯০/০১,৩৫৫৩৬৯১১৩৫৩১১৯৮/০১
৭১। সামসাং মোবাইল (কালো কালার) আই,এম,ইআই- ৩৫৫৪৫৮১১৭৪৪৯০৫৯/০১, ৩৫৫৪৫৯১১৭৪৪৯০৫৭/০১
৭২। সামসাং মোবাইল (বেগুনী কালার) আই,এম,ইআই- ৩৫৫৬৯০১১৯২১৭৯৪০/০১, ৩৫৫৬৯১১১৯২১৭৯৪৮/০১
৭৩।গুগল পিকসেল-০৪ মোবাইল (গোলাপী কালার) আই,এম,ইআই- ৩৫২৯৩১১০৩০৭৪০৪৩,৩৫২৯৩১১০৩০৭৪০৫০
৭৪।গুগল পিকসেল-০৪ মোবাইল আই,এম,ইআই- ৩৫২৯৩১১০৫৮৭৪৬৬৩ ,
৭৫। ওয়ান প্লাস নোরড মোবাইল (গ্র কালার) আই,এম,ইআই- ৮৬৫২৯৫০৫৩৫৩৪৫৩৩, ৮৬৫২৯৫০৫৩৫৩৪৫২৫
৭৬। ওয়ান প্লাস এন আর মোবাইল (আকাশী কালার) আই,এম,ইআই- ৮৬৬৯৭৮০৫১০৮৮৪১৭ , ৮৬৬৯৭৮০৫১০৮৮৪০৯
৭৭। ওয়ান প্লাস মোবাইল (গ্রে কালার) আই,এম,ইআই- ৮৬৮২১৮০৫২৩৭৩৮৭৪, ৮৬৮২১৮০৫২৩৭৩৮৬৬,
৭৮। ওয়ান প্লাস মোবাইল (গ্রে কালার) আই,এম,ইআই- ৮৬২২০২০৫৩৯৯০৬৩৫ , ৮৬২২০২০৫৩৯৯০৬২৭
৭৯। ওয়ান প্লাস মোবাইল (কালো কালার) আই,এম,ইআই- ৮৬৬০০৩৩৭৩৮৮৭৪৭৭, ৮৬০০৮৩৬৩৭৩৮৪৪৪২
৮০। ওয়ান প্লাস মোবাইল (কালো কালার) আই,এম,ইআই- ৮৬৬২১৬৪৫৬৬৭৫৬৭২, ৮৬৬২১৬৪৫৬৬৭৫৬০৭
৮১। ভিভো (কালো) আই,এম,ইআই- – ৫৩৬৪৮৪৫০৪১৮১৮৭২, ৫৩৬৪৮৪৫০৪১৮৭৮৭২
৮২। ওয়ান প্লাস মোবাইল (গ্রে কালার) আই,এম,ইআই- ৮৬৮২১৮০৫৩৮৯০১৯৯, ৮৬৮২১৮০৫৩৮৯০১৮১,

জব্দ কপি- ৩

৮৩। আই ফোন মডেল নং-১৩ (কালো কালার) আই,এম,ইআই- ৩৫৭৭৭৪৩৩২৯৮৯৮৩৮
৮৪। আই ফোন (লাল কালার) আই,এম,ইআই- ৩৫১৪৮৬৩১১২৬১২৩০,৩৫১৪৮৬৩১১১৯৩৯৪৬

কারোর চুরি হওয়া মোবাইলের সাথে এসব ফোনের আইএমইআই মিলে গেলে প্রয়োজনীয় কাগজপত্রসহ মামলার তদন্তকারী ডিবি কর্মকর্তা পুলিশ পরিদর্শক মোহাম্মদ মহিউদ্দিন (01320-045667) এর নম্বরে যোগাযোগ করা জন্য অনুরোধ করা হলো।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা উত্তরা বিভাগের উপ-পুলিশ কমিশনার কাজী শফিকুল আলম, বিপিএম (সেবা) এর নির্দেশনায় অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার আছমা আরা জাহান এর তত্ত্বাবধানে এবং উত্তরা জোনাল টিমের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার বদরুজ্জামান জিল্লু, বিপিএম এর নেতৃত্বে অভিযানটি পরিচালিত হয়।
সুত্র, ডিএমপি নিউজ