এম এ আজিজ, স্টাফ রিপোর্টার, ময়মনসিংহ ॥
ময়মনসিংহে কোতোয়ালী মডেল থানা পুলিশের অভিযানে পর্নোগ্রাফী মামলার আসামীসহ চারজনকে গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার সকাল পর্যন্ত গত ২৪ ঘন্টায় তাদেরকে গ্রেফতার করে পুলিশ।
কোতোয়ালী মডেল থানার ওসি শাহ কামাল আকন্দ জানান, আইন শৃংখলা নিয়ন্ত্রণ ও মাদকমুক্ত বিভাগীয় নগরী গড়তে পুলিশ সুপার মোহাঃ আহমার উজ্জামানের নির্দেশে কোতোয়ালী পুলিশ নিয়মিত অভিযান পরিচালনা করছে। এরই অংশ হিসাবে গত ২৪ ঘন্টায় চারজনকে গ্রেফতার করে পুলিশ।
এর মাঝে এসআই দিদার আলমের নেতৃত্বে একটি টীম নোয়াখালী জেলার সুর্বণচর থানার পূর্ব চর ভাটা এলাকা থেকে পর্নোগ্রাফী মামলার আসামী জয়নাল আবেদীন জসিমকে গ্রেফতার করে। এসআই মাহফুজুর রহমানের নেতৃত্বে একটি টীম নগরীর বাগমারা মেডিকেল গেইট এলাকা থেকে মাদক ব্যবসায়ী আরিফ হোসেনকে ৩ গ্রাম হেরোইনসহ, এসআই ফারুক হোসেনের নেতৃত্বে একটি টীম গাঙ্গিনারপাড় মোড় থেকে গনেশ হোড়কে এবং এএসআই সোহেল রানা আকুয়া মাদ্রাসা কোয়ার্টার থেকে আদালতের নির্দেশিত পরোয়ানামুলে মেহেদী হাসান রিফাতকে গ্রেফতার করে। তাদেরকে বৃহস্পতিবার আদালতে পাঠিয়েছে পুলিশ।
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাচারী রোড, ময়মনসিংহ জেলা আইনজীবি সমিতির ৪ ও ৫ নং ভবনের বিপরীত পাশে।
ঢাকা কার্যালয়ঃ কে ৭৪/৫,কোরাতলী এআই ইউবি রোড খিলক্ষেত, ঢাকা, ১২২৯।
যোগাযোগঃ 01917925375 /01736554862 / 01721927699
প্রকাশক: মারুফ হোসেন কমল