ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধিঃ
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে বিদ্যুতায়িত হয়ে আনোয়ার পারভেজ (৩৫) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। (১৯) মে বৃহস্পতিবার বেলা ১২ টার দিকে এ ঘটনাটি ঘটে। উপজেলার ৬নং মাইজবাগ ইউনিয়নের পাছপাড়া গ্রামের আমিনুল ইসলামের ছেলে পারভেজ।
স্থানীয় সূত্রে জানা যায়, নিহত পারভেজ মাইজবাগ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান নিজামউদ্দিনের সম্পর্কে ভাতিজা হয়। নিজ ঘরের বিদ্যুতের মেইন মিটারে সেচ পাম্পের সংযোগ মেরামতের সময় তিনি বিদ্যুতায়িত হয়ে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। এবিষয়ে মাইজবাগ ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ছাইদুল ইসলাম বাবুল জানান, পারভেজ নিজ ঘর থেকে বাড়ির পাশের সেচ পাম্পের সংযোগ স্থাপনের কাজ করতে যায়। হঠাৎ করে বিদ্যুৎ চলে আসায় বিদ্যুতায়িত হয়ে মারা গেছেন তিনি ।
ঈশ্বরগঞ্জ থানার অফিসার ইনচার্জ পীরজাদা শেখ মোহাম্মদ মোস্তাছিনুর রহমান বলেন, মৃত্যুর খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাচারী রোড, ময়মনসিংহ জেলা আইনজীবি সমিতির ৪ ও ৫ নং ভবনের বিপরীত পাশে।
ঢাকা কার্যালয়ঃ কে ৭৪/৫,কোরাতলী এআই ইউবি রোড খিলক্ষেত, ঢাকা, ১২২৯।
যোগাযোগঃ 01917925375 /01736554862 / 01721927699
প্রকাশক: মারুফ হোসেন কমল