৮ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ , ২৩শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

প্রচ্ছদ বিনোদন অজানা কথা জানালেন ইলিয়ানা
৯, নভেম্বর, ২০১৯, ৩:৩৯ অপরাহ্ণ -

বিনোদন তথ্যপ্রতিদিন

বলিউডে কয়েকজন তারকা আছেন, যাদের কাজের চেয়ে ব্যক্তিগত জীবনের খবরই সামনে আছে বেশি। অভিনেত্রী ইলিয়ানা ডি ক্রুজ এরমধ্যে অন্যতম। সম্প্রতি যাপিত জীবন নিয়ে আবারো কথা বলেছেন তিনি, বেরিয়ে এসেছে অনেক অজানা তথ্য।
জানা যায়, স্বামী অ্যান্ড্রু নিবোনের সঙ্গে কিছুদিন আগেই বিচ্ছেদ হয়েছে ইলিয়ানার। সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে এরইমধ্যে স্বামীর সঙ্গে থাকা সব ছবি মুছে ফেলেছেন তিনি। তবে বিচ্ছেদের পর হতাশ হওয়ার পরিবর্তে দৃঢ় হয়েছেন ইলিয়ানা। তিনি জানান, যখন তিনি নিবোনের সঙ্গে মানসিক ও শারীরিক পার্থক্যগুলো খেয়াল করেছেন তখন থেকেই ভাঙনের শুরু। আর খারাপ সময় আসার পর থেকেই নিজের প্রতি আরো মনোযোগী হয়ে উঠেছেন তিনি।
ইলিয়ানা বলেন, ‘প্রেমে পড়া দারুণ ব্যাপার, কিন্তু ভালোবাসার সম্পর্কে টিকে থাকা ভিন্ন বিষয়। তবে এখনই ভালোবাসার জন্য প্রস্তুত নই আমি। আমি যেখানে আছি, ভালো আছি। আমি নিজের প্রেমে পড়ছি।’
ইলিয়ানাকে সর্বশেষ অজয় দেবগন অভিনীত ‘রেইড’ ছবিতে দেখা যায়। ‘পাগলপান্তি’ ও ‘দ্য বিগ বুল’ নামের দুটি ছবি এখনো তার হাতে আছে।