মারুফ হোসেন কমলঃ
২০ মে শুক্রবার রাত্রি ৮টা ৪৪নং নতুন বাজার মহাবিদ্যালয় সংলগ্ন ময়মনসিংহ মৃৎ শিল্পী সমিতির কমিটি গঠিত
দীর্ঘ দিন যাবত অবহেলিত এই মৃৎ শিল্পী সমিতি প্রকাশ পাওয়ায় হিন্দু ধর্ম মৃৎ শিল্পী সমিতির আনন্দিত। মৃৎ শিল্পী সমিতির সভাপতি শম্ভু চরণ দাশ,সহ সভাপতি বাবুল পাল,সহ সভাপতি রমেন্দ পাল,মৃৎ শিল্পী সমিতির সাধারণ সম্পাদক জয়ন্ত ঘোষ,যুগ্ম- সাধারণ সম্পাদক লিটন পাল,মৃত শিল্পী সমিতির সাংগঠনিক সম্পাদক চন্দন রায়,সহ সাংগঠনিক সম্পাদক রাজীব পাল,কোষাধ্যক্ষ খোকন বিশ্বাস,সহ কোষাধ্যক্ষ সন্জয় দাস,মৃৎ শিল্পী সমিতির দপ্তর সম্পাদক সজীব দাস,সহ দপ্তর সম্পাদক বাসুদেব পাল, মৃৎ শিল্পী প্রচার সম্পাদক অজয় কর,সহ প্রচার সম্পাদক জয় চন্দ্র পোদার,কায্যকারী সদস্য নয়ন বিশ্বাস, সদস্য শেমল পাল সদস্য অমল পাল প্রমুখ।
ঐতিহ্যবাহী পেশা টিকিয়ে রাখা মৃৎশিল্পীদের ঐক্যবদ্ধ প্রয়াসকে স্বাগত জানিয়েছেন ময়মনসিংহের সুধীসমাজ।
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাচারী রোড, ময়মনসিংহ জেলা আইনজীবি সমিতির ৪ ও ৫ নং ভবনের বিপরীত পাশে।
ঢাকা কার্যালয়ঃ কে ৭৪/৫,কোরাতলী এআই ইউবি রোড খিলক্ষেত, ঢাকা, ১২২৯।
যোগাযোগঃ 01917925375 /01736554862 / 01721927699
প্রকাশক: মারুফ হোসেন কমল