১৫ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ , ৩১শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ

প্রচ্ছদ অপরাধ, ময়মনসিংহ ময়মনসিংহে বিদ্যুৎস্পৃষ্টে দুইজনের মৃত্যু || পুরেছে ১০ টি মিটার
২১, মে, ২০২২, ৪:০৯ অপরাহ্ণ - প্রতিনিধি:

চীফ রিপোর্টারঃ – ময়মনসিংহ মহানগরের ৩২ নং ওয়ার্ডের চায়না মোড় এলাকায় ২১ মে ২০২২ শনিবার আনুমানিক সকাল ৭.১৫ ঘটিকায় বিদ্যুৎস্পৃষ্ঠে দুই জন মারা গেছে।

বিদ্যুৎস্পৃষ্টে মৃতরা হলেন- ময়মনসিংহ সদরের চর ঈশ্বরদিয়া এলাকার হারুনুর রশিদের ছেলে ভ্যানচালক মিন্টু (৩৬) ও চর নিলক্ষীয়া এলাকার মৃত আইন উদ্দিনের ছেলে শহিদ (৪৭)।

কোতোয়ালী মডেল থানার ওসি শাহ্ কামাল আকন্দ গণমাধ্যম কে জানান, সকালে চায়নামোড় এলাকা দিয়ে ভ্যানের চালক একজন যাত্রী নিয়ে যাচ্ছিলেন। এ সময় বিদ্যুতের তার ছিঁড়ে ভ্যানে পড়লে চালক মিন্টু মিয়া বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ছটফট করতে থাকেন।

তখন তাকে বাঁচাতে গিয়ে ভ্যানের যাত্রীও বিদ্যুতের তারে জড়িয়ে পড়েন। এতে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়। ও আশেপাশে প্রায় দশটি দোকানের মিটার পুড়ে ছাই হয়ে গেছে।

এ ঘটনায় ওসি শাহ্ কামাল বলেন, পুলিশ দুজনের মরদেহ উদ্ধার করেছে। পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে নিহত ব্যক্তিদের মরদেহ ময়নাতদন্ত ছাড়াই হস্তান্তর করা হবে।
ছবি, ইন্টারনেট