বিনোদন তথ্যপ্রতিদিন
বিদায় ‘সুপারম্যান’! বিদায় ক্রিস্টোফার!
হলিউডের বিখ্যাত চরিত্র ‘সুপারম্যান’ নিয়ে কথা বললে প্রথমেই আসে অভিনেতা ক্রিস্টোফার ডেনিস-এর নাম। গত শনিবার তিনি মার্কিন যুক্তরাষ্ট্রের সান ফার্নান্ডো ভ্যালিতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুর সময় তার বয়স হয়েছিল ৫২ বছর। এই প্রতিবেদন লেখা পর্যন্ত মৃত্যুর কারণ জানা যায়নি।
ডেনিসের শারীরিক গঠন ও উচ্চতা, পাতলা গড়ন ও কালো চুল ভক্তদের আকৃষ্ট করতো তুমুলভাবে। মার্কিন জনপ্রিয় কৌতুক অভিনেতা জিমি কিমেলের উপস্থাপনায় ‘জিমি কিমেল লাইভ’ অনুষ্ঠানে বেশ কয়েকবার হাজির হন তিনি। ডেনিসের মৃত্যুতে শোক জানিয়ে জেমি বলেন, ‘ক্রিস মিষ্টি ব্যক্তি ছিলেন, যিনি আমাদের অনুষ্ঠানে বেশ কয়েকবার এসেছিলেন ও তাকে সবাই পছন্দ করে। আমরা তাকে মিস করবো।’
যুক্তরাষ্ট্রের ইলিনিয়িস রাজ্যের সুপার জাদুঘর কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানায়, ‘আমরা ক্রিসকে অনেক বছর ধরে চিনি। তিনি আমাদের পরিবারের সঙ্গে অনেক সময় কাটিয়েছেন ও অনেক সহযোগিতা করেছেন। বেশ কয়েক বছর ধরে তিনি উত্থান-পতনের মধ্য দিয়ে যাচ্ছিলেন। আমরা আশা করি, তিনি এখন শান্তিতে আছেন। তাকে যারা ভালোবাসতেন ও যতœ করতেন তারা যেন ধৈর্য্য ধারণ করতে পারেন, সেই প্রার্থনা করি।’