এমএ আজীজঃ
ময়মনসিংহে কোতোয়ালী মডেল থানা পুলিশের অভিযানে বিভিন্ন অপরাধের দায়ে ৬ জনকে গ্রেফতারকরা হয়েছে। শনিবার সকাল পর্যন্ত গত ২৪ ঘন্টায় পৃথক এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করে পুলিশ।
কোতোয়ালী মডেল থানার ওসি শাহ কামাল আকন্দ জানান, পুলিশ সুপার মোহাম্মদ আহমার উজ্জামানের নির্দেশে কোতোয়ালী পুলিশ আইন শৃংখলা নিয়ন্ত্রণে নিয়মিত অভিযান পরিচালনা করছে। এরই অংশ হিসেবে গত ২৪ ঘন্টায় ৬ জনকে গ্রেফতার করে পুলিশ।
এর মাঝে এসআই তাইজুল ইসলামের নেতৃত্বে একটি টীম আকুয়া কান্দাপাড়া এলাকা থেকে দস্যুতার চেষ্টা মামলার আসামী মোঃ মমিনকে দেশীয় অস্ত্র সহ গ্রেফতার করে। এসআই দিদার আলমের নেতৃত্বে একটি টীম টাউনহল মোড় থেকে পর্নোগ্রাফী মামলার আসামী রকিবুল ইসলাম ওরফে রাফি, এসআই ত্রিদীপ কুমার বীরের নেতৃত্বে একটি টীম শিকারীকান্দা এলাকা থেকে দস্যুতার চেষ্টা মামলার আসামী মোঃ ফারুককে গ্রেফতার করে। এছাড়া এসআই মানিকুল ইসলাম, এএসআই এএসআই আবুল কালাম আজাদ পরোয়ানাভুক্ত আরো তিনজনকে গ্রেফতার করে।
তারা হলো, বলাশপুরের মো: রিপন, হরিকিশোর রায় রোডের মোঃ ওয়ায়েজ হাসান আলালপুরের মোঃ সোহেল মিয়া। তাদেরকে শনিবার আদালতে পাঠিয়েছে পুলিশ।