চীফ রিপোর্টারঃ- গাজীপুরের কাশিমপুর কারাগারে নারী ও শিশু নির্যাতন দমন আইনে গ্রেপ্তার আসামির সঙ্গে ওই মামলার বাদীর বিয়ে সম্পন্ন হয়েছে।
শুক্রবার (২০ মে) বিকেলে হাইকোর্টের আদেশে উভয় পক্ষের স্বজন ও আইনজীবীদের উপস্থিতিতে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।
আসামি কিশোরগঞ্জ জেলার অষ্টগ্রাম থানার দেওঘর গ্রামের মো. শাহেদ মিয়ার ছেলে নাঈম মিয়া (২৩)। বাদীর বাড়িও কিশোরগঞ্জের একই এলাকায়।
গাজীপুর কাশিমপুর কেন্দ্রীয় কারাগার পাট-১ এর জেল সুপার (ভারপ্রাপ্ত) মো. নূরুন্নবী ভূঁইয়া বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, হাইকোর্টের নির্দেশে এই বিয়ে সম্পন্ন হয়েছে। শুক্রবার বিকেল ৫টা ১০ মিনিটে কারা অফিস কক্ষে উভয়ের পরিবারের স্বজন ও আইনজীবীদের উপস্থিতিতে বিয়ে সম্পন্ন হয়। নাঈম মিরপুর থানায় নারী ও শিশু নির্যাতন মামলায় গ্রেপ্তারের পর ২০২০ সালে ঢাকা থেকে কাশিমপুর কারাগারে পাঠানো হয়। বিয়ের পর নববধূ বরের স্বজনদের সঙ্গে শ্বশুরবাড়ি যান।
সৌজন্যে: আরটিভি
Gazipur community
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাচারী রোড, ময়মনসিংহ জেলা আইনজীবি সমিতির ৪ ও ৫ নং ভবনের বিপরীত পাশে।
ঢাকা কার্যালয়ঃ কে ৭৪/৫,কোরাতলী এআই ইউবি রোড খিলক্ষেত, ঢাকা, ১২২৯।
যোগাযোগঃ 01917925375 /01736554862 / 01721927699
প্রকাশক: মারুফ হোসেন কমল