১৮ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ , ৩রা ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ

প্রচ্ছদ ঢাকা যাত্রী হয়রানি রোধে রাজধানীতে জনসচেতনতামূলক পথসভা
২৬, মে, ২০২২, ৮:২৪ পূর্বাহ্ণ - প্রতিনিধি:

চীফ রিপোর্টারঃ

বাস টার্মিনাল এলাকায় যাত্রীদের ইচ্ছার বিরুদ্ধে টানা হ্যাচড়া করে বাসে উঠানো, যাত্রীদের সাথে অসৌজন্যমূলক আচরণ করা, অতিরিক্ত ভাড়া আদায় এবং যত্রতত্র যাত্রী উঠা-নামা করানোর বিষয়ে সতর্কতামূলক পথ সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ বুধবার (২৫ মে ২০২২) সকাল ১০ টায় সায়েদাবাদ বাস টার্মিনালে পরিবহন মালিক /শ্রমিক, চালক এবং হেল্পারদের নিয়ে এ সভা করে ট্রাফিক ওয়ারী বিভাগের যাত্রাবাড়ী জোন।

এসময় ট্রাফিক ওয়ারী বিভাগের অতিরিক্ত উপ পুলিশ কমিশনার গোবিন্দ চন্দ্র পাল উপস্থিত সকলকে যাত্রী হয়রানি বন্ধে কার্যকর ভূমিকা পালনের আহবান জানান এবং আইন অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে সতর্ক করেন।

পথ সভায় সহকারী পুলিশ কমিশনার ট্রাফিক যাত্রাবাড়ী জোন মোঃ তারিকুল ইসলাম মাসুদসহ সংশ্লিষ্ট এলাকার টিআই ও পুলিশ সার্জেন্টগণ উপস্থিত ছিলেন।

 

 

সুত্র, ডিএমপি নিউজ