২৫শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ , ১১ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ

প্রচ্ছদ সারা বাংলা শাহজালালে পিস্তল ও গুলি উদ্ধার || আটক ১
৯, নভেম্বর, ২০১৯, ৬:২৩ অপরাহ্ণ -

চীফ রিপোর্টারঃ

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কাস্টম হাউস, ঢাকার প্রিভেন্টিভ টিম কর্তৃক ১ টি বিদেশী পিস্তল ও ১০০ রাউন্ড গুলি উদ্ধার
কাস্টম হাউস, ঢাকার প্রিভেন্টিভ টিম কর্তৃক হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ১ টি বিদেশী পিস্তল ও ১০০ রাউন্ড গুলি আটক করা হয়েছে। কমিশনারের নিকট আসা এক গোপন সংবাদের ভিত্তিতে কাস্টম হাউস, ঢাকার কর্তব্যরত প্রিভেন্টিভ কর্মকর্তাগণ বিমান বন্দরের বিভিন্ন পয়েন্টে অবস্থান গ্রহণ করে নজরদারী করতে থাকে। গ্রীন চ্যানেল নজরদারী ও তল্লাশীর একপর্যায়ে ভোর ৫ঃ৩০ টায় ইস্তাম্বুল থেকে ঢাকায় আগত তার্কিস এয়ারলাইন্সের ফ্লাইট নং-TK712 এর যাত্রী হাসান আলীকে চ্যালেন্জ ও তল্লাশী করে তার লাগেজে ১ টি বিদেশী পিস্তল ও ১০০ টি গুলি পাওয়া যায়।

আটককৃত যাত্রীকে পুলিশে সোপর্দকরণসহ আটককৃত পণ্যের বিষয়ে কাস্টমস আইনে ব্যবস্থা নেয়া হয়েছে।

ছবি, এয়ারপোর্ট কাস্টমস ফেসবুক পেইজ