১৮ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ , ৩রা ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ

প্রচ্ছদ অপরাধ, ঢাকা নিষিদ্ধ ঘোষিত আনসার আল ইসলামের দুই সদস্য গ্রেফতার
২৬, মে, ২০২২, ৬:২৯ অপরাহ্ণ - প্রতিনিধি:

চীফ রিপোর্টারঃ

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আনসার আল ইসলামের দুই সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের কাউন্টার টেরোরিজম এন্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট (সিটিটিসি)।

গ্রেফতারকৃতরা হলো মোঃ রেজাউল করিম ওরফে রাজু ও মোঃ জুনাইদ মিয়া। এসময় তাদের হেফাজত হতে ৩ টি মোবাইল ফোন ও ৫টি উগ্রবাদী বই উদ্ধার করা হয়।

বুধবার (২৫ মে ২০২২) রাত ৯:৩০টায় রাজধানীর শেরেবাংলা নগর থানা এলাকায় অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করে কাউন্টার টেরোরিজম ইনভেস্টিগেশন বিভাগ সিটিআই-২ টিম।

কাউন্টার টেরোরিজম ইনভেস্টিগেশন বিভাগের সহকারী পুলিশ কমিশনার আরিফ মুহাম্মদ শাকুর ডিএমপি নিউজকে জানান, শেরেবাংলা নগর থানার আগারগাঁওয়ের রাজস্ব ভবন-২ এর সামনে নিষিদ্ধ ঘোষিত সংগঠন আনসার আল ইসলামের কতিপয় সদস্য অবস্থান করছে মর্মে তথ্য পাওয়া যায়। এমন তথ্যের ভিত্তিতে উক্ত স্থানে অভিযান চালায় পুলিশ। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর সময় তাদের গ্রেফতার করা হয়।

তিনি বলেন, গ্রেফতারকৃতরা অনলাইনে ফেইসবুক, মেসেঞ্জার, টেলিগ্রাম ও অন্যান্য অ্যাপসের মাধ্যমে সংগঠনের উগ্রবাদী আদর্শ প্রচার করতো। তারা আনসার-আল ইসলামের আদর্শে উজ্জীবিত হয়ে সংগঠনের জন্য নতুন সদস্য সংগ্রহ করতো। তারা টেলিগ্রাম অ্যাপসে “জিহাদ ফি সাবিলিল্লাহ” নামে একটি উগ্রবাদী চ্যানেল পরিচালনা করতো। গ্রেফতারকৃত রাজু এই চ্যানেলের অ্যাডমিন। ‍উক্ত চ্যানেলের রয়েছে শতাধিক ফলোয়ার। টেলিগ্রামে তারা আরো একাধিক সিক্রেট গ্রুপে যুক্ত ছিল। এসকল গ্রুপের মাধ্যমে তারা নিজেদের মধ্যে যোগাযোগ করতো। উগ্রবাদী চেতনায় উদ্বুদ্ধ হয়ে নাশকতামূলক কার্যক্রম চালানোর পরিকল্পনায় জড়িত ছিল। গ্রেফতারকৃতরা সরকারবিরোধী প্রচারণা চালিয়ে জিহাদের মাধ্যমে বর্তমান সরকারকে উৎখাত করে দেশে তথাকথিত ইসলামি খিলাফত ও গাজওয়াতুল হিন্দ প্রতিষ্ঠার লক্ষ্যে শলা-পরামর্শ করছিল বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে শেরেবাংলা নগর থানায় মামলা রুজু হয়েছে।