১৮ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ , ৩রা ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ

প্রচ্ছদ অপরাধ, ঢাকা মতিঝিলে সাড়ে ৯ লক্ষ টাকার জাল নোটসহ দুইজন গ্রেফতার
৩০, মে, ২০২২, ১০:১৩ অপরাহ্ণ - প্রতিনিধি:

চীফ রিপোর্টারঃ- রাজধানীর মতিঝিল থানা এলাকা থেকে সাড়ে ৯ লক্ষ টাকার জাল নোটসহ দুইজনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এর মতিঝিল থানা পুলিশ। গ্রেফতারকৃত ব্যক্তিরা হলেন- মোঃ ওমর ফারুক রবিন ও মোঃ মান্নান ।

অভিযানে নেতৃত্ব দেয়া মতিঝিল থানার পুলিশ পুরিদর্শক (তদন্ত) রাসেল হোসেন ডিএমপি নিউজকে জানান, দুইজন ব্যক্তি জাল টাকা নিয়ে মতিঝিল থানার আরামবাগ পেপার কাটিং দোকানের সামনে অবস্থান করছে মর্মে তথ্য পাওয়া যায়। এমন তথ্যের ভিত্তিতে রবিবার (২৯ মে ২০২২) রাত ৯:৫০ টায় উক্ত স্থানে অভিযান চালায় এসআই মোঃ শহিদুল ইসলামের নেতৃত্বে থানার একটি টিম। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর সময় ওমর ফারুককে গ্রেফতার করা হয়। এসময় তার হেফাজত হতে সাড়ে ৯ লক্ষ টাকার জাল নোট উদ্ধার করা হয়।

তিনি বলেন, গ্রেফতারকৃত ব্যক্তির দেয়া তথ্য মতে মতিঝিল থানার ফকিরাপুল এলাকা হতে মান্নানকে গ্রেফতার করা হয়।

এ সংক্রান্তে মতিঝিল থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা রুজু হয়েছে বলেও জানান পুলিশের এ কর্মকর্তা।