১৪ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ , ৩০শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ

প্রচ্ছদ অপরাধ, ঈশ্বরগঞ্জ ঈশ্বরগঞ্জে কিন্ডারগার্টেন শিক্ষিকা যৌন নিপীড়নে মামলা, আসামী গ্রেফতার।
১, জুন, ২০২২, ২:০৭ অপরাহ্ণ - প্রতিনিধি:

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধিঃ

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে এক কিন্ডারগার্টেন শিক্ষিকা যৌন নিপীড়নের শিকার হয়ে থানায় মামলা দায়ের করেছেন। রোববার রাতে ওই শিক্ষিকা বাদী হয়ে মামলাটি করেন।

এ ঘটনায় পুলিশ অভিযুক্ত শাহিনুর রহমান রুবেলকে (৪০) গ্রেফতার করেছে। সোমবার তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

রুবেল উপজেলার উচাখিলা ইউনিয়নের চরআলগী গ্রামের হারুন অর রশিদের ছেলে।

মামলা সূত্রে জানা যায়, স্থানীয় একটি কিন্ডার গার্ডেন স্কুলের শিক্ষিকাকে দীর্ঘদিন ধরে উত্ত্যক্ত করে আসছিল রুবেল।

গত শনিবার ওই শিক্ষিকা স্কুল থেকে বাড়ি ফেরার পথে ইউনিয়ন ভূমি অফিসের সামনে রুবেল তার পথ রোধ করে। এ সময় তার শরীরে জোরপূর্বক স্পর্শ করে এবং জামা ধরে টানাটানি করে। ওই শিক্ষিকা চিৎকার করলে স্থানীয়রা তাকে উদ্ধার করেন। এ ঘটনায থানায় মামলা করলে পুলিশ রুবেলকে গ্রেফতার করে।

ঈশ্বরগঞ্জ থানার ওসি মোস্তাছিনুর রহমান জানান, যৌন নিপীড়নকারীকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে। বিজ্ঞ আদালত তাকে জেল হাজতে পাঠিয়েছেন।