১৪ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ , ৩০শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ

প্রচ্ছদ অপরাধ, ঈশ্বরগঞ্জ বাসচাপায় ঈশ্বরগঞ্জের মোটরসাইকেল আরোহী নিহত-২
৩, জুন, ২০২২, ৯:০১ পূর্বাহ্ণ - প্রতিনিধি:

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধিঃ

ময়মনসিংহের ত্রিশালে বাসচাপায় ঈশ্বরগঞ্জের দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (২ জুন) দুপুর আড়াইটার দিকে ত্রিশাল-বালিপাড়া সড়কের শেখবাজার করতালী ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তিরা হলেন জেলার ঈশ্বরগঞ্জ উপজেলার মাইজবাগ ইউনিয়নের তেরছাটি গ্রামের মৃত আব্দুল হেলিমের ছেলে আবু বকর সিদ্দিক (৪০) ও একই উপজেলার পৌর সদরের দত্তপাড়া গ্রামের শফিকুর রহমানের মেয়ে আইরিন সুলতানা (৩০)।

ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাইন উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয়দের বরাত দিয়ে তিনি জানান, ওই দুই মোটরসাইকেল আরোহী ত্রিশাল থেকে ঈশ্বরগঞ্জের দিকে যাচ্ছিলেন। বালিপাড়া সড়কের শেখবাজার করতালী ব্রিজ এলাকায় আসতেই বিপরীত দিক থেকে আসা শালবন পরিবহনের একটি বাস তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেলের দুই আরোহীর মৃত্যু হয়।

ওসি আরও বলেন, মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে। ঘাতক বাসটি জব্দ করা হয়েছে। অভিযোগের ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।