১৫ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ , ৩১শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ

প্রচ্ছদ ময়মনসিংহ ময়মনসিংহে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ১০ টি বিশেষ উদ্যোগ বিষয়ক দিনব্যাপী কর্মশালা।।
৬, জুন, ২০২২, ৫:৩৩ অপরাহ্ণ - প্রতিনিধি:

স্টাফ রিপোর্টারঃ

সোমবার (৬ জুন ২০২২) তারিখ সকাল ১০.০০ ঘটিকায় জেলা পরিষদ সম্মেলনকক্ষ, ময়মনসিংহে বিভাগীয় কমিশনারের কার্যালয়ের আয়োজনে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ১০ টি বিশেষ উদ্যোগ বিষয়ক দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়।

উক্ত কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মো: শফিকুর রেজা বিশ্বাস, বিভাগীয় কমিশনার, ময়মনসিংহ।

আয়োজনের সভাপতিত্ব করেন মোহাম্মদ আনোয়ার হোসেন, অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক), বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মো: শাহ্ আবিদ হোসেন, বিপিএম (বার), (ভারপ্রাপ্ত ডিআইজি), ময়মনসিংহ রেন্জ, মোহাম্মদ এনামুল হক, জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট, ময়মনসিংহ, অধ্যাপক ইউসুফ খান পাঠান, প্রশাসক, জেলা পরিষদ, ময়মনসিংহ, এহতেশামুল আলম, সভাপতি, মহানগর আওয়ামীলীগ।

উক্ত কর্মশালায় মাননীয় প্রধানমন্ত্রীর ১০ টি বিশেষ উদ্যোগ গুলোর সাথে সংশ্লিষ্ট বিভিন্ন সরকারী দপ্তরের প্রতিনিধিবৃন্দের অংশগ্রহণে উদ্যোগের সফল বাস্তবায়নের লক্ষ্যে এর সমস্যা ও সমাধান বিষয়ক উপস্থাপনা প্রদর্শিত হয়।