স্টাফ রিপোর্টারঃ
ময়মনসিংহ সি কে ঘোষ রোডস্হ স্বপ্ননীল ভবনের ১০ তলায় বসবাসকারী জালাল উদ্দিনের পুত্র নাজমুল ইসলামের বিরুদ্ধে প্রতারনা জালিয়াতি ও দূর্নীতিসহ নানা অপকর্মের অভিযোগ পাওয়া গেছে। অভিযোগকারীদের অনেকর ভাষায় সে একজন ভদ্রবেশী প্রতারক, নানা ভাবে প্রলুদ্ধ করে অর্থকরী হাতিয়ে নিচ্ছে। এপযন্ত প্রায় শতাধিক লোকের সাথে কথিত শিক্ষাবানিজ্য ও বিদেশে পাঠানোর নামে কয়েক কোটি টাকা আত্বসাৎ করেছে। ক্ষতিগ্রস্হদের মাঝে মহানগরের জেল রোড এলাকার বাসিন্দা বিশিষ্ট ব্যবসায়ী সাইফুল আলম প্রতারনার অভিযোগ এনে নাজমুল ইসলামের বিরুদ্ধে ময়মনসিংহ আদালতে ১৬ লাখ টাকার চেক জালিয়াতির মামলা করেছেন । তারসাথে কোটি টাকার প্রতারনা করেছে বলে সুত্র জানায়, মামলাটি আদালতে বিচারাধীন রয়েছে।
বিশিষ্ট চিকিৎসক ডা: এ ক কে এম সিদ্দিকুর রহমানের কাছ থেকে প্রতারনা মাধ্যমে ৩ লাখ টাকা হাতিয়ে নিয়েছে । এব্যাপারে ময়মনসিংহ পুলিশ সুপার বরাবরে একটি অভিযোগ দায়ের করা হয়েছে । অভিযোগটি জেলা ডিবি পুলিশ কে তদন্ত করে আইনগত ব্যবস্হা নেওয়ার জন্য পুলিশ সুপার নির্দেশ দিয়েছেন।
এছাড়াও অনেক গনমাধ্যমকর্মী, নগরের গর্নমান্য ব্যাক্তিদের সাথে প্রতারনার তথ্য পাওয়া গেছে। সুত্রমতে প্রতারনার শিকার আরো অনেকেই অভিযোগ ও মামলা করার প্রস্তুতি নিচ্ছে।