স্টাফ রিপোর্টারঃ
গত ২৪ ঘন্টায় ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানা পুলিশ অভিযান পরিচালনা করিয়া মোট ১৪ জন আসামীদেরকে গ্রেফতার করেছে।
এসআই(নিঃ) উজ্জল সাহা এর নেতৃত্বে একটি টীম অত্র থানা এলাকায় অভিযান পরিচালনা করিয়া অত্র থানাধীন গাঙ্গিনারপাড় রেখা বস্ত্রালয়ের সামনে ফুটপাতের উপর হতে নিয়মিত মামলার আসামী ১।মোঃ আল আমীন(২৫). পিতা-নজরুল ইসলাম ওরফে রুহুল, সাং-আতুয়া জঙ্গল, থানা- হালুয়াঘাট, এ/পি সাং-মালগুদাম (উত্তম এর বাসার ভাড়াটিয়া), থানা-কোতোয়ালী, জেলা-ময়মনসিংহকে গ্রেফতার করেন।
ইহা ছাড়াও এসআই(নিঃ)শারমিন জাহান শাম্মী, এসআই(নিঃ) সোহেল রানা, এসআই(নিঃ)ফারুক আহমেদ, এসআই(নিঃ) রাশেদুল ইসলাম, এএসআই(নিঃ) হযরত আলী, এএসআই(নিঃ)মঞ্জুরুল হক প্রত্যেকে মিলিয়া মোট ০৮টি জিআর বডি তামিল এবং এএসআই(নিঃ)হযরত আলী, এএসআই(নিঃ) আবুল কালাম আজাদ, এএসআই(নিঃ) আজিজুল হক, এএসআই(নিঃ) মিজানুর রহমান, এসআই(নিঃ) সোহেল রানা প্রত্যেকে মিলিয়া মোট ০৫টি সিআর বডি তামিল করেন।
জিআর বডি ০৮জন
১। মোঃ আরিফ হোসেন, পিতা-জয়নাল আবেদীন, সাং-আকুয়া মাদ্রাসা কোয়াটার থানা-কোতোয়ালী, জেলা-ময়মনসিংহ
২। মোঃ আলমঙ্গীর হোসেন (২৮), পিতামৃত-তৈয়ব আলী, সাং-আকুয়া মাদ্রাসা রোড, থানা-কোতোয়ালী, জেলা-ময়মনসিংহ
৩। মোঃ শহিদুল্লাহ, পিতা-মোঃ সাত্তার মিয়া, সাং-উজান ঘাগড়া, থানা-কোতোয়ালী, জেলা-ময়মনসিংহ
৪। মোঃ রাব্বি (১৮), পিতা-বিশু মিয়া, সাং-আকুয়া চুকাইতলা বড়বাড়ী, থানা-কোতোয়ালী, জেলা-ময়মনসিংহ
৫। নিরব (১৬), পিতা-মাসুদ ওরফে মাসুদ রানা, সাং-সেহড়া চামড়া গোদাম(পুরবী সিনেমা হলের বিপরীত পার্শ্বে),থানা-কোতোয়ালী, জেলা-ময়মনসিংহ
৬। সুরেশ রবিদাস, পিতামৃত-শ্যামল রবিদাস, সাং-চর ভবানীপুর (চর ভবানীপুর পূর্বপাড়া), থানা-কোতোয়ালী, জেলা-ময়মনসিংহ
৭। মোছাঃ শিরিন আক্তার, স্বামী-বাবুল মিয়া, সাং-উজান ঘাগড়া কাদির মিয়ার বাড়ীর ভাড়াটিয়া, থানা-কোতোয়ালী, জেলা-ময়মনসিংহ
৮। মাহাবুব রহমান, পিতামৃত-আনোয়ার হোসেন, সাং-পাটগুদাম রোড, থানা-কোতোয়ালী, জেলা-ময়মনসিংহ
সিআর বডি ০৫জন
১। মোঃ রাজু আহম্মেদ (৩০), পিতা-মোঃ সাইফুল ইসলাম, মাতা-নিলুফা, সাং-চর কালীবাড়ী, পোঃ লাল কুঠির দরবার শরীফ (উজির মোল্লার বাড়ীর পাশে), থানা-কোতোয়ালী, জেলা-ময়মনসিংহ
২। মোঃ হারুন, পিতা-খলিল মিয়া, সাং-পয়েস্তি তারাপুর, থানা-কোতোয়ালী, জেলা-ময়মনসিংহ
গ্রেফতারকৃত আসামীদেরকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হইয়াছে।
৩। মোঃ সেলিম মিয়া, পিতা-ইব্রাহীম মিয়া, সাং-পয়েস্তি তারাপুর, থানা-কোতোয়ালী, জেলা-ময়মনসিংহ
৪। মোঃ নাজমুল ইসলাম, পিতামৃত-আব্দুর রহমান, সাং-পারাইল, পোঃ পাজলার চর, থানা-কোতোয়ালী, জেলা-ময়মনসিংহ
৫। মোঃ জলিল মিয়া, পিতামৃত-মজিত উল্লাহ, সাং-পয়েস্তি তারাপুর, থানা -কোতোয়ালী, জেলা-ময়মনসিংহ