স্টাফ রিপোর্টারঃ
পুলিশ পরিদর্শক (নিঃ) মোঃ সফিকুল ইসলাম, অফিসার-ইনর্চাজ জেলা গোয়ন্দো শাখা,ময়মনসিংহের নির্দেশনায় এসআই(নিঃ) মোঃ শামীম আল মামুন, সংগীয় অফিসার ফোর্সসহ ময়মনসিংহ জেলার কোতোয়ালী মডেল থানা এলাকায় মাদক উদ্ধার অভিযান পরিচালনা করে ০৬ জুন ২০২২ খ্রিঃ তারিখ
রাত ১৯.৩০ ঘটিকায় ময়মনসিংহ জেলার কোতোয়ালী মডেল থানাধীন কলেজ রোড এলাকা থেকে ৫ গ্রাম হেরোইনসহ মাদক ব্যবসায়ী আসামি ১। মোছাঃ
মমতা বেগম ওরফে মৌমিতা (৩০), স্বামী- আফতাব উদ্দিন ওরফে মনির, সাং-গোহাইলকান্দি পূর্ব (গোহাইলকান্দি জামতলা মসজিদ সংলগ্ন), থানা-
কোতোয়ালী, জেলা-ময়মনসিংহ এবং এসআই(নিঃ) মোঃ হাবিবুর রহমান, সংগীয় অফিসার ফোর্সসহ ময়মনসিংহ জেলার তারাকান্দা থানা এলাকায়
মাদক উদ্ধার অভিযান পরিচালনা করে ০৭ জুন ২০২২ খ্রিঃ তারিখ ১১.৩০ ঘটিকায় ময়মনসিংহ জেলার তারাকান্দা থানাধীন কেন্দুয়া বাজার এলাকা
থেকে ১ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী আসামি ২। মোঃ জুয়েল মিয়া (২৬), পিতা-মৃত জনব আলী, মাতা-মোছাঃ আনোয়ারা, সাং-ঢাকুয়া পশ্চিমপাড়া, থানা-তারাকান্দা, ৩। মোঃ সোহেল মিয়া (২১), পিতা-আবুল খায়ের, মাতা-মোছাঃ পারুল বেগম, সাং-কুকাইল নয়াপাড়া, থানা-ফুলপুর, উভয় জেলা-
ময়মনসিংহদের গ্রেফতার করা হয়।৫ গ্রাম হেরোইন ও ১ কেজি গাঁজাসহ ৩ মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে
কোতোয়ালী মডেল থানা এবং তারাকান্দা থানায় পৃথক ২টি মাদক মামলা দায়ের করা হয়। আসামিদেরকে বিজ্ঞ আদালতে সোপর্দ্দ করা হয়েছে।