জহির রায়হান, ময়মনসিংহ :
ময়মনসিংহের ফুলবাড়ীয়া উপজেলায় চাঞ্চল্যকর শিশুধর্ষণ মামলার এজাহার নামীয় পলাতক আসামীকে গ্রেফতার করেছে র্যাব-১৪, সিপিএসসি। মঙ্গলবার (৭ জুন) রাতে ভালুকা উপজেলার মামারিশপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত মোঃ শামছুল হক ফুলবাড়ীয়া উপজেলার আন্দারিয়াপাড়ার মৃত ছয়েব আলীর ছেলে।
র্যাবের পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি জানান সহকারী পরিচালক মোঃ আনোয়ার হোসেন। তিনি জানান, ১৩ মে ২০২২ইং তারিখে ময়মনসিংহের ফুলবাড়ীয়া উপজেলায় একজন শিশুধর্ষণ হয়েছে জানতে পারে র্যাব। এ সংবাদের ভিত্তিতে র্যাব-১৪ এর একটি চৌকস দল ঘটনাস্থল পরিদর্শন করে এবং ছায়া তদন্ত শুরু করে। পরবর্তীতে র্যাবের গোয়েন্দা তৎপরতা এবং তথ্য প্রযুক্তির মাধ্যমে পলাতক আসামীর সুনির্দিষ্ট অবস্থান নির্নয়ের ভিত্তিতে মঙ্গলবার (৭ জুন) রাতে ভালুকা উপজেলার মামারিশপুর এলাকা হতে শিশুধর্ষণ মামলার এজাহারনামীয় পলাতক আসামী মোঃ শামছুল হক (৪৫)কে গ্রেফতার করে। সে ফুলবাড়ীয়া উপজেলার আন্দারিয়াপাড়ার মৃত ছয়েব আলীর ছেলে।
র্যাব জানায়, ধর্ষক মোঃ শামছুল হক এবং ভিকটিম একই গ্রামের পাশাপাশি বাড়ীর বাসিন্দা। গত ১১ মে ২২ইং তারিখ বিকাল অনুমান ৫.৩০ ঘটিকার সময় ভিকটিম ছাগল আনার জন্য বাড়ীর পাশের্^ কালাইবিলপাড়ে যায়। তখন ধর্ষক মোঃ শামছুল হক ভিকটিমকে বিস্কুট খাওয়ানোর প্রলোভন দেখিয়ে জমির আইলের পাশে নিয়ে গিয়ে জোরপূর্বক ধর্ষণ করে। ঐ সময় ভিকটিমের কান্নাকাটির শব্দ শুনে আশপাশের লোকজন আগাইয়া গেলে ধর্ষক কৌশলে দৌড়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। এই ঘটনায় ভিকটিমের বাবা বাদী হয়ে একটি শিশুধর্ষণ মামলা দায়ের করেন। যাহা ফুলবাড়ীয়া থানার মামলা নং ২১ তারিখ ১৩/০৫/২০২২ ধারা- নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ (সংশোধনী ২০০৩) এর ৯(১)। উক্ত আসামীকে আদালতে প্রেরণের নিমিত্তে ফুলবাড়ীয়া থানায় পাঠিয়েছে র্যাব।