স্টাফ রিপোর্টারঃ
৫০০ পিস ইয়াবা ট্যাবলেট ও ১৮ গ্রাম হেরোইন
উদ্ধারসহ ০৫ মাদক ব্যবসায়ী গ্রেফতার।
পুলিশ পরিদর্শক (নিঃ) মোঃ সফিকুল ইসলাম, অফিসার-ইনর্চাজ জেলা গোয়ন্দো শাখা,ময়মনসিংহের নির্দেশনায় এসআই(নিঃ) মোঃ শামীম আল মামুন,সংগীয় অফিসার ফোর্সসহ ময়মনসিংহ জেলার ভালুকা মডেল থানা এলাকায় মাদক উদ্ধার অভিযান পরিচালনা করে ০৮ জুন ২০২২ খ্রিঃ তারিখ ১৬.৪৫ ঘটিকায় ময়মনসিংহ জেলার ভালুকা মডেল থানাধীন নতুন বাসষ্ট্যান্ড এলাকা থেকে ৩০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী আসামি ১। মোঃ রাকিব আহম্মেদ সুমন (৩২), পিতা মোঃ সুলতান আহম্মেদ,
মাতা- আমিরুন নেছা, সাং-ক্রোপচর নতুন বাজার, (ভান্ডারীকান্দি), থানা-শিবচর, জেলা-মাদারীপুর, এ/পি সাং-৪০২ হাসান নগর, (জনৈক আলমগীর হোসেন এর ভাড়াবাসা রুম নং ০৭/০৯), পোঃ আশ্রাফাবাদ, থানা-
কামরাঙ্গীরচর, ডিএমপি ঢাকা এবং এসআই(নিঃ) মোঃ আব্দুল জলিল সংগীয় অফিসার ফোর্সসহ ময়মনসিংহ জেলার কোতোয়ালী থানা এলাকায় মাদক উদ্ধার অভিযান পরিচালনা করে ০৮ জুন ২০২২ খ্রিঃ তারিখ রাত ২০.৩০ ঘটিকায় ময়মনসিংহ জেলার কোতোয়ালী থানাধীন রশিদপুর এলাকা থেকে ২০০ পিস ইয়াবা ট্যাবলেট ও ১০ গ্রাম হেরোইনস মাদক ব্যবসায়ী ১। মোঃ সাদ্দাম হোসেন (২৬), পিতা-আব্দুর রহমান, মাতা-রোকেয়া বেগম, সাং-হাতিরলেট,ইউপি-রাঙ্গামাটিয়া (বাবুলের বাজারের কাছে), থানা-ফুলবাড়ীয়া, জেলা-ময়মনসিংহ ও এসআই(নিঃ) মোঃ হাবিবুর রহমান সংগীয় অফিসার
ফোর্সসহ ময়মনসিংহ জেলার কোতোয়ালী থানা এলাকায় মাদক উদ্ধার অভিযান পরিচালনা করে ০৯ জুন ২০২২ খ্রিঃ তারিখ ১১.৪৫ ঘটিকায় ময়মনসিংহ জেলার কোতোয়ালী থানাধীন রামকৃষ্ণ রোডস্থ বদরের মোড় এলাকা থেকে ০৮ গ্রাম হেরোইনস মাদক ব্যবসায়ী ১। মানিক মিয়া (৩৫), পিতা মৃত-হিরু মিয়া, মাতা-মোছাঃ রেজিয়া খাতুন, সাং-সেহড়া চামড়া গুদাম, ২। মোঃ আসলাম (৩৫), পিতা মৃত-আবুল কালাম আজাদ, মাতা-মোছাঃ পারুল বেগম, সাং-পুরোহিতপাড়া, ৩। মোঃ আরিফ (৪০), পিতা মৃত-সুরুজ মিয়া, মাতা-মোছাঃ মমতা বেগম, সাং-নওমহল গরুর খোয়ার মোড়, সর্ব থানা-কোতোয়ালী, জেলা-ময়মনসিংহদের গ্রেফতার করা হয়। ৫০০ পিস ইয়াবা ট্যাবলেট ও ১৮ গ্রাম হেরোইনসহ ০৫ মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে কোতোয়ালী মডেল থানা এবং ভালুকা মডেল থানায় পৃথক
০৩টি মাদক মামলা দায়ের করা হয়। আসামিদেরকে বিজ্ঞ আদালতে
সোপর্দ্দ করা হয়েছে।
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাচারী রোড, ময়মনসিংহ জেলা আইনজীবি সমিতির ৪ ও ৫ নং ভবনের বিপরীত পাশে।
ঢাকা কার্যালয়ঃ কে ৭৪/৫,কোরাতলী এআই ইউবি রোড খিলক্ষেত, ঢাকা, ১২২৯।
যোগাযোগঃ 01917925375 /01736554862 / 01721927699
প্রকাশক: মারুফ হোসেন কমল