২৮শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ , ১৫ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

প্রচ্ছদ সারা বাংলা পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) ও জাকের পার্টির ৩০ তম প্রতিষ্ঠাবার্ষিকী: দেশব্যাপী নানা কর্মসুচী
৯, নভেম্বর, ২০১৯, ১০:১৪ অপরাহ্ণ -

তথ্যপ্রতিদিন. কমঃ

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) ও জাকের পার্টির ৩০ তম প্রতিষ্ঠাবার্ষিকী: দেশব্যাপী নানা কর্মসুচী

ঘূর্ণিঝড়ের ক্ষয়ক্ষতি হতে রক্ষায় ঘরে ঘরে মিলাদ মাহফিল

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) ও জাকের পার্টির ৩০ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে জাকের পার্টি নানা কর্মসূচী গ্রহণ করেছে। এর মধ্যে ধেয়ে আসা ঘুর্ণিঝড়ের সম্ভাব্য ক্ষয়ক্ষতি থেকে রক্ষায় আল্লাহর রহমত কামণা করে মিলাদ মাহফিল অন্যতম।

বিশ্বওলী হযরত শাহ্সূফী খাজাবাবা ফরিদপুরী (কুঃ ছেঃ আঃ) কেবলাজান ছাহেব ১৯৮৯ সালের ঈদে মিলাদুন্নবী (সাঃ) রাতে জাকের পার্টি প্রতিষ্ঠা করেন। প্রতিষ্ঠাকাল থেকে দেশে বিদেশে জাকের পার্টির নেতা, কর্মী, সমর্থকগণ ঈদে মিলাদুন্নবী (সাঃ) ও জাকের পার্টির প্রতিষ্ঠাবার্ষিকী এক সাথে উদযাপন করছেন।

কর্মসূচী অনুযায়ী আজ শনিবার বাদ ফজর দেশব্যাপী জাকের পার্টি ও সহযোগী সংগঠনসমূহের নেতা, কর্মী, সমর্থকদের বাড়ীতে বাড়ীতে তেলাওয়াতে কালামে পাক ও মিলাদ মাহফিলের মাধ্যমে আল্লাহু আকবার, কলেমা তৈয়্যবা ও জাকের পার্টির পতাকা উত্তোলন করা হয়।

এরপরে মাগরিব ওয়াক্তে দেশব্যাপী জাকের পার্টি ও সহযোগী সংগঠনসমূহের নেতা, কর্মী, সমর্থকদের বাড়ীতে বাড়ীতে উঠান জলছা বা গৃহ জলছা অনুষ্ঠিত হবে। এ অনুষ্ঠানে ওয়াক্তিয়া নামাজ শেষে নফল ইবাদত বন্দেগী বিশেষ করে কুরআন তেলাওয়াত, জেকের আসকার, মিলাদ মাহফিল এবং ধেয়ে আসা ঘুর্ণিঝড়ের ভয়াবহতা থেকে পরিত্রানে আল্লাহর রহমত কামণা করে বিশেষ মুনাজাত করা হবে।

আগামীকাল রবিবার বাদ ফজর বিশ্বওলী হযরত শাহ্সূফী খাজাবাবা ফরিদপুরী (কুঃ ছেঃ আঃ) কেবলাজান ছাহেবের পবিত্র রওজা শরীফ যিয়ারত করা হবে। পরবর্তীতে বাদ আছর পূণরায় বিশ্বওলীর রওজা শরীফ যিয়ারত করে অনুষ্ঠানমালা সম্পন্ন করা হবে।

এদিকে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) উপলক্ষ্যে বিশ্বওলীর (কুঃ ছেঃ আঃ) বেছালত মঞ্জিল বনানী পাক দরবার শরীফে মাগরিব ওয়াক্ত থেকে অনুষ্ঠানমালা শুরু হবে। ওয়াক্তিয়া নামাজের সাথে নফল ইবাদত বন্দেগী, তেলাওয়াতে কালামে পাক, মোরাকাবা মোশাহেদা, জেকের আসকার, দফায় দফায় মিলাদ মাহফিল ও বিশেষ মুনাজাত এবং পবিত্র রজনীর তাৎপর্য আলোকপাত করে ওয়াজ নসিহত অনুষ্ঠিত হবে। বিশ্বওলীর আধ্যাত্মিক উত্তরাধীকার এবং জাকের পার্টি চেয়ারম্যান মোস্তফা আমীর ফয়সল সমবেতদের সাক্ষাৎ দান করবেন।

The Holy Eid-e-Milad un-Nabi (SA) and Zaker Party’s 30th Founding Anniversary: An Array of Programs throughout the Country

Milad Mahfils at Homes for Protection against Devastation from the Cyclone

On the occasion of the Holy Eid-e-Milad un-Nabi (SA) and Zaker Party’s 30th founding anniversary – Zaker Party has taken up an array of programs, including Milad Mahfils invoking blessings from Almighty God and salvation from possible devastation from the approaching cyclone.

Zaker Party was founded by Bishwa Wali Hazrat Shah Sufi Khwaja Baba Faridpuri (QSA) Keblajan on the blessed night of the Eid-e-Milad un-Nabi (SA) in 1989. From the time of its foundation, Zaker Party’s leaders, workers and supporters have been simultaneously observing Eid-e-Milad un-Nabi and Zaker Party’s founding anniversary together.

According to the adopted program, along with the offering of Milad Mahfils and recitation of the Holy Quran, Zaker Party’s flags have been hoisted at the homes of its leaders, workers and supporters, with Takbirs and the recitation of the Kalima Tayyiba, after the Fajr prayers today (Saturday, November 9, 2019).

Later on, after the Maghrib prayers, there will be courtyard soirees, or homely soirees, at the homes of the leaders, workers and supporters of Zaker Party and its associate organizations all across the country. At these programs, after the daily regular prayers, there will be: Nafl worship, recitation from the Holy Quran, Zikr, Milad Mahfils, and special prayers offered to invoke the blessings of the Almighty and His salvation from the devastation from the approaching cyclone.

Tomorrow (Sunday, 10 November 2019), after the Fajr prayers, there will be the Ziyarat of the Holy Rauja Sharif of Bishwa Wali Hazrat Shah Sufi Khwaja Baba Faridpuri (QSA) Keblajan. Later, after the Asr prayers, scheduled programs will be carried out after another Ziyarat of the Holy Rauja Sharif of Bishwa Wali.

In the meantime, on the occasion of the Holy Eid-e-Milad un-Nabi (SA), scheduled programs will begin after the Maghrib prayers at the House of Departure of Bishwa Wali (QSA), the Holy Darbar Sharif at Banani, Dhaka. Along with the regular daily prayers, the programs will include: Nafl worship; recitation from the Holy Quran; Muraqabah and Mushahida; Zikr; regular sessions of Milad Mahfils and special prayers; and expositions enlightening the significance of the blessed night. The spiritual representative of Bishwa Wali and Zaker Party’s Chairman, Mostafa Amir Faisal, will meet with the assembled devotees in scheduled sessions. কপিরাইট