ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধিঃ
ঈশ্বরগঞ্জ উপজেলা আ'লীগের আয়োজনে উপজেলা আ'লীগের দলীয় কার্যালয়ে ঈশ্বরগঞ্জ উপজেলা আ'লীগের ভারপ্রাপ্ত সভাপতি হাজী রফিকুল ইসলাম বুলবুল ও ঈশ্বরগঞ্জ পৌর আ'লীগের সভাপতি হাবিবুর রহমান হাবিবের পরিবারের বিরুদ্ধে মিথ্যা সংবাদ প্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে দুই ভুক্তভোগী লিখিত বক্তব্য পাঠ করে জানান গত ১৩ জুন ২০২২ "দৈনিক আমাদের কন্ঠ" পত্রিকায় ঈশ্বরগঞ্জ পৌর আওয়ামী লীগের সভাপতি মেয়র হাবিবুর রহমান হাবিবের পিতাকে রাজাকার এবং ঈশ্বরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি হাজী রফিকুল ইসলাম বুলবুলের পিতাকে শান্তি কমিটির অন্যতম সদস্য হিসেবে উল্লেখ করে যে সংবাদ পরিবেশন করা হয় তা মিথ্যা বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিত। আসন্ন ত্রি-বার্ষিক কাউন্সিলকে সামনে রেখে এরকম উদ্দেশ্য প্রণোদিত মিথ্যা বানোয়াট সংবাদ পরিবেশনে ভুক্তভোগীদের চরমভাবে ব্যক্তিগত, সামাজিক ও পারিবারিক ভাবে মান সম্মানের ক্ষতি হয়েছে। সংবাদ সম্মেলনে উল্লেখিত পত্রিকাটির এরকম মিথ্যা সংবাদ পরিবেশনের প্রতিবাদ জানান। উপস্থিত বীর মুক্তিযোদ্ধাগণ জনান উপরোক্ত ব্যক্তিদের পরিবার স্বাধীনতা যুদ্ধ চলাকালীন সময়ে স্বাধীনতার সপক্ষের লোক' ছিলেন এবং নৌকার প্রতীকে নির্বাচনে নৌকা কে বিজয়ী করার লক্ষ্যে তারা ব্যাপক গণসংযোগ চালিয়েছেন এবং নিজের অর্থ ব্যয় করেছেন।একই সাথে উপস্থিত সাংবাদিকদের তদন্তের মাধ্যমে সব তথ্য উদঘাটন করে তুলে ধরার বিনীত আবেদন জানান। এসময় উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা মোঃ আব্দুল জব্বার, বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম ফকির, বীর মুক্তিযোদ্ধা মীর হোসেন, বীর মুক্তিযোদ্ধা হাতেম আলী মন্ডল, বীর মুক্তিযোদ্ধা আবু তাহের, যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক একে এম হারুন উর রশিদ, উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারন সম্পাদক নুরুল ইসলাম আকন্দ, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক আবুল কালাম, সভাপতি মঞ্জু রুল হক মঞ্জু, হাবিবুর রহমান, এডভোকেট হাবিবুল্লাহ মিলন, কেন্দ্র্রীয় ছাত্রলীগের সাবেক সহসভাপতি মাসুদ হাসান তুর্ন, যুবলীগের সাবেক আহবায়ক শাফায়াত হোসেন ভূইয়া, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি শহিদুল ইসলাম মাসুদ প্রমুখ।
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাচারী রোড, ময়মনসিংহ জেলা আইনজীবি সমিতির ৪ ও ৫ নং ভবনের বিপরীত পাশে।
ঢাকা কার্যালয়ঃ কে ৭৪/৫,কোরাতলী এআই ইউবি রোড খিলক্ষেত, ঢাকা, ১২২৯।
যোগাযোগঃ 01917925375 /01736554862 / 01721927699
প্রকাশক: মারুফ হোসেন কমল