স্টাফ রিপোর্টারঃ
ময়মনসিংহে কোতোয়ালী মডেল থানা পুলিশের অভিযানে ধর্ষণ মামলার আসামীসহ বিভিন্ন অপরাধের দায়ে ৫ জনকে গ্রেফতার করা হয়েছে। রবিবার সকাল পর্যন্ত গত ২৪ ঘন্টায় পৃথক অভিযানে তাদেরকে গ্রেফতার করে পুলিশ।
কোতোয়ালী মডেল থানার ওসি শাহ কামাল আকন্দ জানান, পুলিশ সুপার মোহাঃ আহমার উজ্জামানের নির্দেশে আইন শৃংখলা নিয়ন্ত্রণ ও অপরাধীদের আইনের আওতায় আনতে কোতোয়ালী পুলিশ নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে। এর অংশ হিসেবে গত ২৪ ঘন্টায় ৫ জনকে গ্রেফতার করে পুলিশ।
এর মাঝে এসআই হারুনুর রশিদের নেতৃত্বে একটি টীম কেওয়াটখালী এলাকা থেকে ধর্ষণ মামলার আসামী মোঃ সারওয়ারকে গ্রেফতার করে। এসআই নিরুপম নাগের নেতৃত্বে একটি টীম বলাশপুর কাশবন এলাকা থেকে নন এফআইআর প্রশিকিউশন মামলার আসামী পূর্বধলার দোলন ও জেসমিনকে গ্রেফতার করে। এছাড়া এএসআই মোঃ নুরুজ্জামান পরোয়ানাভুক্ত আরো দুইজনকে গ্রেফতার করে। তারা হলো, শফিকুল ইসলাম শফিক, ও মোঃ জেম। তাদেরকে রবিবার আদালতে পাঠিয়েছে পুলিশ।