১৫ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ , ৩১শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ

প্রচ্ছদ গৌরীপুর গৌরীপুরে প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরণ
২৩, জুন, ২০২২, ১:২০ অপরাহ্ণ - প্রতিনিধি:

গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধিঃ

ময়মনসিংহের গৌরীপুরে উপজেলা পরিষদের উদ্যোগে প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরণ করা হয়েছে। বুধবার (২২ জুন) দুপুরে ২০২১-২২ অর্থবছরে উপজেলা পরিষদের বার্ষিক উন্নয়ন কর্মসূচীর আওতায় উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ মোফাজ্জল হোসেন ও উপজেলা নির্বাহী অফিসার হাসান মারুফ ১৩ জন প্রতিবন্ধীকে এ হুইল চেয়ার বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান সালমা আক্তার রুবী, ভাংনামারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নেজামুল হক।
হুইল চেয়ার পেলেন যারা- মোঃ মোঃ বিল্লাল হোসেন, সাদিয়া, মোঃ সিদ্দিক, মংলা মিয়া, জামিলা, মোছাঃ মিনারা বেগম, মোঃ মিলন মিয়া, মোঃ আবুল হাসেম, খায়রুল ইসলাম, মোঃ মোক্তার, মোঃ মঞ্জুরুল হক, ইয়াজ আলী, মোঃ মোখলেস মিয়া প্রমুখ।