১৭ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ , ২রা ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ

প্রচ্ছদ অপরাধ, ঢাকা চোরাই প্রাইভেটকারসহ একজনকে গ্রেফতার করেছে ডিবি উত্তরা বিভাগ
২৩, জুন, ২০২২, ১:৫৫ অপরাহ্ণ - প্রতিনিধি:

চীফ রিপোর্টারঃ

রাজধানীর দারুস সালাম থানা এলাকা থেকে চোরাই প্রাইভেটকারসহ একজনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এর গোয়েন্দা উত্তরা বিভাগ। গ্রেফতারকৃতের নাম মোঃ জাবেদুল আলম ওরফে জাবেদ।

অভিযানে নেতৃত্ব দেয়া ডিবি উত্তরা বিভাগের সংঘবদ্ধ অপরাধ ও গাড়ি চুরি প্রতিরোধ টিমের সহকারী পুলিশ কমিশনার হাবিবুর রহমান ডিএমপি নিউজকে বলেন, বুধবার (২২ জুন ২০২২) ঢাকা মহানগর এলাকায় গাড়ি চুরি প্রতিরোধ ও অবৈধ মাদকবিরোধী অভিযান পরিচালনাকালে সংবাদ আসে মিরপুর মাজার রোড এলাকায় কতিপয় ব্যক্তি চোরাই গাড়ি বিক্রয় করছে। এমন তথ্যের ভিত্তিতে সন্ধ্যা ০৬:৩০ টায় দারুস সালামের মাজার রোডের পাকা রাস্তার উপর থেকে জাবেদ নামে একজনকে গ্রেফতার করা হয়। আর তার হেফাজত থেকে উদ্ধার করা হয় নীল রংয়ের প্রোবক্স প্রাইভেটকার যার রেজিস্ট্রেশন নম্বর ঢাকা মেট্রো-খ-১১-৮৩৩৮ , চেসিস নং EE106-0027771(অস্পষ্ট) এবং ইঞ্জিন নং- NZ47230322(অস্পষ্ট)।

গ্রেফতারকৃতের বিরুদ্ধে ডিএমপির দারুস সালাম থানায় একটি নিয়মিত মামলা রুজু হয়েছে বলে জানান গোয়েন্দা এ পুলিশ কর্মকর্তা।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা উত্তরা বিভাগের উপ-পুলিশ কমিশনার কাজী শফিকুল আলম, বিপিএম (সেবা) এর নির্দেশনায়, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার আছমা আরা জাহান এর সার্বিক তত্ত্বাবধানে এবং সংঘবদ্ধ অপরাধ ও গাড়ি চুরি প্রতিরোধ টিমের সহকারী পুলিশ কমিশনার হাবিবুর রহমান এর নেতৃত্বে অভিযানটি পরিচালিত হয়।