৮ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ , ২৩শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

প্রচ্ছদ সারা বাংলা টঙ্গীতে শহীদ আহসান উল্লাহ মাস্টারের ৬৯তম জন্মবার্ষিকী উদযাপন
৯, নভেম্বর, ২০১৯, ১১:৪২ অপরাহ্ণ -

শেখ রাজীব হাসান,গাজীপুরঃ

টঙ্গীতে ভাওয়াল বীর প্রখ্যাত শ্রমিক নেতা সাবেক সংসদ সদস্য শহীদ আহসান উল্লাহ মাস্টারের ৬৯তম জন্মবার্ষিকী উপলক্ষে টঙ্গী থানা আওয়ামীলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবকলীগ, শ্রমিকলীগ ও সহযোগী সংগঠনের উদ্যোগে শহীদ আহসান উল্লাহ মাস্টারের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়েছে। গত শুক্রবার রাত ১২টা ১ মিনিটে টঙ্গী নতুন বাজারস্থ আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে গাজীপুর মহানগর যুবলীগ, ছাত্রলীগ ও স্বেচছাসেবক লীগ কেক কাটার মধ্য দিয়ে কর্মসূচি শুরু করে। ১৯৫০ সালের ৯ নভেম্বর তিনি গাজীপুরের হায়দরাবাদ গ্রামে জন্মগ্রহণ করেন
দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, শহীদ আহসান উল্লাহ মাস্টারের স্নেহের ছোট ভাই গাজীপুর মহানগর আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মতিউর রহমান মতি, গাজীপুর মহানগর যুবলীগের আহ্বায়ক কমিটির সদস্য আলহাজ্ব আমান উদ্দিন সরকার, কাইয়ূম সরকার। গাজীপুর মহানগর তাতীলীগের সভাপতি মো. শাহ-আলম। ৫৫নং ওয়ার্ড আওয়ামীলীগ নেতা আব্দুল আলীম, ৫৬নং ওয়ার্ড আওয়ামীলীগ নেতা এম এম নাসির উদ্দিন, টঙ্গী সরকারি বিশ্ববিদ্যালয় কলেজ শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. রেজাউল করিম, ৫৩নং ওয়ার্ড আওয়ামীলীগ কামাল হোসেন, কে এম পলাশ, লিটন প্রধান, শহিদ জঙ্গি প্রমুখ।
অপরদিকে, গাজীপুরের বোর্ডবাজার এলাকায় গাছা থানা যুবলীগের সভাপতি প্রার্থী মো. আমিন সরকারের উদ্যোগে শহীদ আহসান উল্লাহ মাস্টারের ৬৯তম জন্মবার্ষিকী উপলক্ষে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি পালন করা হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর মহানগর যুবলীগের আহ্বায়ক মো. কামরুল হাসান সরকার রাসেল। অনুষ্ঠানে যুবলীগ, স্বেচছাসেবক লীগ ছাত্রলীগের নেতাকর্মীগণ উপস্থিত ছিলেন।

মাওলানা নূর আহমদ কাসেমী মাদ্রাসাকে ঢাল বানিয়ে ও নিরীহ মানুষকে মামলার ভয় দেখিয়ে জমি আত্মসাৎ করে গড়েছেন বিপুল সম্পত্তির পাহাড় ।

মব জাস্টিসের বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীকে সতর্ক থাকতে হবে : স্বরাষ্ট্র উপদেষ্টা।।

ময়মনসিংহ প্রেসক্লাব সংস্কারের প্রয়োজনে ১৫১ সদস্য বিশিষ্ঠ কমিটি ঘোষণা।।

রামগঞ্জে ৪ সাংবাদিকের মুক্তির দাবীতে ফেনী বিএমইউজে’র মানববন্ধন ও প্রতিবাদ সভা

রাজধানীজুড়ে তরুণ বিপ্লবীদের আঁকা গ্রাফিতি দেখলেন প্রধান উপদেষ্টা।।

ময়মনসিংহের শম্ভুগঞ্জ লালকুঠি দরবার শরীফে উপমহাদেশের প্রখ্যাত ওলী আল্লাহ হযরত খাজা বাবা শাহ্ শম্ভুগঞ্জী এনায়েতপুরী (রাঃ) সাহেবের “পবিত্র ৩০ শে আশ্বিন” (ফাতেহা শরীফ) উৎযাপন শুরু..।।