
তুচ্ছ প্রশ্ন।।
-নাজমুল ইসলাম (পথিক)
রচনা- ২২/০৬/২২ ইং।
কতটুকু বজ্রঘাতে কেপে উঠে বিশ্ব বিবেকের মঞ্চ,
থমকে উঠে মস্তিকের নিস্তেজ কোষগুলো
মানবিক ছায়া তলে ডেকে নেয় জোড়া হাত
আর আতরের মত খুসবু ছড়ায় প্রাণে প্রাণে
হৃদয় কতটা ঝলসে গেলে হৃদয় ছুঁতে পারে
মৃুত্যুর মিছিলে পেতে পারে আস্তাশীল বুলেট
মৃত আত্মার স্লোগান কতটা গর্জে উঠলে
সহসায় কেড়ে নিতে পারে কারো দৃষ্টি
এমন নেত্রজলে ক’টা শহর প্লাবিত হলে
তোমাদের জ্যোতিহীন চোখ জ্যোতি ফিরে পায়
ক’টা যুগ বেদনার চাদর মুড়িয়ে পৌষের রাত পাড়ি দিলে
ভোরের দ্যুলোকে উঁকি দেয় চির কাঙ্খিত বসন্তের বাঁকা চাঁদ
জেগে উঠে কুলসিত অন্তরের ঘুমন্ত সত্তা
ক্ষুধার্ত শিশুর ললাটে জুটে দু’মুঠো নোন ভাত
নিঃষ্প্রাণ সবুজের মুখে ফুটে উঠে আনন্দের হাসি
আর শ্বাস ছেড়ে বেঁচে যায় আমার প্রিয় স্বাধীনতা