শেখ রাজীব হাসান, গাজীপুর প্রতিনিধি :
টঙ্গীতে গাজীপুর জেলা ট্রাক, কভারভ্যান মালিক-শ্রমিক মালিক ঐক্য পরিষদের উদ্দেগ্যে ট্রাক টার্মিনাল প্রশঙ্গে সিটি মেয়রের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত। গতকাল ৮ই নভেম্বর শনিবার সকাল ১১ঘটিকার সময় টঙ্গী প্রেসক্লাব সংলগ্ন ট্রাক স্ট্যান্ড মাঠে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
গাজীপুর জেলা ট্রাক,কভারভ্যান মালিক-শ্রমিক মালিক ঐক্য পরিষদের সভাপতি মোঃ শামীমের সভাপতিত্বে আয়োজিত মতবিনিময় সভা পরিচালনা করেন গাজীপুর মহানগর আওয়ামীলীগের উপদেষ্টা কাজী সেলিম। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গাজীপুর সিটি কর্পোরেশনের মেয়র আলহাজ্ব মোঃ জাহাঙ্গীর আলম (সাধারন সম্পাদক- গাজীপুর মহানগর আওয়ামীলীগ। মতবিনিময় সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, ৪৬নং ওয়ার্ড কাউন্সিলর নুরুল ইসলাম নুরু, ৫৪ নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ নাসির উদ্দিন মোল্লা, এম এম নাসির, মোঃ কামাল হোসেন, কামরুল হাসান দিপু, মোঃ আব্দুল আলীম, মাসুম বিল্লাহ বিপ্লব, ইয়াসিন হোসেন, দেলিম খান, জাহিদুল ইসলাম মোল্লা ও টঙ্গী প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক কালীমুল্লাহ ইকবাল প্রমুখ।
এসময় গাজীপুর জেলা ট্রাক, কভারভ্যান মালিক-শ্রমিক মালিক ঐক্য পরিষদের নেতাকর্মীদের দাবী বাস্তবায়য়ন করার আশ্বাস দিয়ে মেয়র জাহাঙ্গীর আলম বলেন, নিয়ম অনুযায়ী আমার যা যা করার আমি তা করবো তবে আপনাদের ও আইন মেনে চলতে হবে। আমি সব সময় গরিব, শ্রমিক মেহনতি মানুষের পক্ষে আপনারা দোয়া করবেন এবং সকল কাজ করার জন্য আমাকে সহযোগীতা করার অনুরোধ রইলো।