১৭ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ , ২রা ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ

প্রচ্ছদ ঢাকা, সারা বাংলা দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রনালয়ের গ্রামীণ মাটির রাস্তা এইচবিবি করণ প্রকল্পের কাজ দ্রুত এগিয়ে যাচ্ছে
২৭, জুন, ২০২২, ৬:৪২ অপরাহ্ণ - প্রতিনিধি:

চীফ রিপোর্টারঃ

দুর্যোগ ব্যবস্থা পনা ও ত্রাণ মন্ত্রনালয়ের আওতায় দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর সারাদেশে ৩ হাজার ৪শ’ কোটি টাকা ব্যায়ে ৫ হাজার ৮শ’ ৫৮ কিলোমিটার গ্রামীণ মাটির রাস্তা টেকসই করনে হেরিং বোন বন্ড (এইচবিবি) করণ কাজ সফল বাস্তাবায়ন করে যাচ্ছে।

পরামর্শক প্রতিষ্ঠান উন্নয়ন ধারার পরামর্শে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর দেশের ৪শ’ ৯২ টি উপজেলায় গ্রামীণ, মাটির রাস্তা হেরিং বোন বন্ড (এইচবিবি) করণ প্রকল্প গ্রহণ করে। ৭ম পঞ্চবার্ষিকী পরিকল্পনার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ তিন বছর মেয়াদে গৃহীত প্রকল্পটির কাজ শুরু করা হয় ২০১৮-১৯ অর্থ বছরে। চলতি ২০২১-২২ অর্থবছর পর্যন্ত ৪ হাজার ৩শ’ কিলোমিটার মাটির রাস্তার এইচবিবি কাজ সম্পন্ন হয়েছে। লক্ষমাত্রার অবশিষ্ট ১ হাজার ৫শ’ ৫৮ কিলোমিটার মাটির রাস্তার কাজ ২০২২-২৩ অর্থবছরে অর্থাৎ ২০২৩ ইং সালের জুনে শেষ হবে। গত ১৫ জুন (বুধবার) অপরাহ্ন ২ টায় আইএমইডি’র সম্মেলন কক্ষে বাস্তবায়নাধীন গ্রামীণ মাটির রাস্তাসমূহ টেকসই করনে হেরিং বোন বন্ড (এইচবিবি) করণ প্রকল্পের প্রভাব মূল্যায়ন বিষয়ক জাতীয় কর্মশালায় উন্নয়ন ধারা কর্তৃক উপস্থাপিত খসড়া প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে। আইএমইডি’র সচিব আবু হেনা মোরশেদ জামান এর সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত ছিলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রনালয়ের সচিব মোঃ কামরুল হাসান এনডিসি। বিশেষ অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত ছিলেন দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের মহাপরিচালক মোঃ আতিকুল হক। কর্মশালায় উপস্থাপিত প্রতিবেদনে আরো জানা যায়, এই প্রকল্প বাস্তবায়নের ফলে গ্রামে বসবাসকারী অধিকাংশ মানুষের (যারা দরিদ্র, ভূমিহীন, প্রান্তিক কৃষক, কর্মহীন) কর্মসংস্থান সৃষ্টি হওয়ায় আর্থসামাজিক অবস্থার উন্নতি হয়েছে, যাতায়াত ব্যবস্থার উন্নয়ন হয়েছে-সহজ হয়েছে, বিশেষ করে মহিলাদের কর্মসংস্থান হয়েছে, গ্রামে উৎপাদিত পন্যদ্রব্য বাজার জাতে সহজ হয়েছে ও অর্থনৈতিক কার্যক্রমে গতিশীলতা বেড়েছে। স্কুল-কলেজের শিক্ষার্থীদের যাতায়ত সহজ হয়েছে। প্রকল্পটি বাস্তবায়নে সার্বক্ষনিক গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও)। আরো ভূমিকা রেখেছেন সংশ্লিষ্ট প্রকল্প পরিচালক, উপপ্রকল্প পরিচালক, সংশ্লিষ্ট সহকারী প্রকৌশলীগন।