স্টাফ রিপোর্টারঃ
পুলিশ পরিদর্শক (নিঃ) মোঃ সফিকুল ইসলাম, অফিসার-ইনর্চাজ জেলা গোয়ন্দো শাখা, ময়মনসিংহের নির্দেশনায় এসআই(নিঃ) মোঃ আজগর আলী সংগীয় অফিসার ফোর্সসহ ময়মনসিংহ জেলার কোতোয়ালী মডেল থানা এলাকায় মাদক উদ্ধার অভিযান পরিচালনা করে ২৮ জুন ২০২২ খ্রিঃ তারিখ বিকাল ১৭.৪৫ ঘটিকায় ময়মনসিংহ জেলার কোতোয়ালী মডেল থানাধীন চুরখাই এলাকা থেকে ৩০০ পিস ইয়াবা ট্যাবলেট মাদক ব্যবসায়ী ১। মোঃ মজনু শেখ (৪৪), পিতা মৃত ওমর আলী শেখ, মাতা- রহিমা বেগম, সাং- সোনাটেংরা শান্তিপুর, ৫ নং ওয়ার্ড, থানা-সিংগাইর, জেলা-মানিকগঞ্জ (এ/পি সাং-এমআরগাঁও, কোবা মসজিদের বিপরীত পাশে জনৈক আকবর শেখ এর বাসার ভাড়াটিয়া, থানা-কেরাণীগঞ্জ মডেল, জেলা-ঢাকাকে গ্রেফতার করা হয়।
৩০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ ১ মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে কোতোয়ালী মডেল থানায় মাদক মামলা দায়ের করা হয়। আসামিকে বিজ্ঞ আদালতে সোপর্দ্দ করা হয়েছে।
আসামির পূর্ব ইতিহাসঃ-
১। ডিএমপি এর মিরপুর মডেল থানার ,এফআইআর নং-৬৭/৩৬৫, তারিখ- ২৬ মে, ২০১৯; সময়- ২৩:১৫ ঘটিকা। ধারা- ৩৬(১) সারণির ৮(গ)/৩৬(১) সারণির ১০(ক) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮; , এই মামলায় সে এজাহারে অভিযুক্ত/বিবাদী।
২। ঢাকা এর আশুলিয়া থানার ,এফআইআর নং-৩৭/৫৯৮, তারিখ- ১৭ অক্টোবর, ২০১৭; সময়- ২০.৪৫ ঘটিকা ধারা- ১৯(১) এর ৯(খ) ১৯৯০ সালের মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন ; , এই মামলায় সে এজাহারে অভিযুক্ত/বিবাদী।
৩।ঢাকা এর সাভার থানার ,এফআইআর নং-৮, তারিখ- ০৩ মে, ২০১৫; সময়- ধারা- ২৫-A(B) ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইন ; , এই মামলায় সে এজাহারে অভিযুক্ত/বিবাদী।
৪।ডিএমপি এর ভাষানটেক থানার ,এফআইআর নং-১/১৮২, তারিখ- ০১ নভেম্বর, ২০১৩; সময়- ০০.১৫ ধারা- ১৯(১) এর ৯(খ) ১৯৯০ সালের মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন ; , এই মামলায় সে এজাহারে অভিযুক্ত/বিবাদী।