১৫ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ , ৩১শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ

প্রচ্ছদ অপরাধ, ময়মনসিংহ মুক্তাগাছায় আগুনে পুড়িয়ে হত্যার চেষ্টা : প্রধান আসামী গ্রেফতার।।
২৯, জুন, ২০২২, ৬:৫৭ অপরাহ্ণ - প্রতিনিধি:

স্টাফ রিপোর্টারঃ

ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলায় বহুল আলোচিত ও চাঞ্চল্যকর কেরোসিন তেল ঢেলে আগুন ধরিয়ে দেয়া নারী নির্যাতন মামলার প্রধান আসামীকে গ্রেফতার করেছে র‌্যাব-১৪। গত ২৭ জুন রাতে মুক্তাগাছার মহিষতারা এলাকা থেকে তাকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত এএনএম সাদাত হোসেন সাঈদ মুক্তাগাছা উপজেলার পলশা পশ্চিম পাড়ার মোঃ হারেজ আলী মাস্টারের ছেলে।

দুপুরে র‌্যাবের পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি জানান, সহকারী পুলিশ সুপার মোহাম্মদ বেলায়েত হোসাইন। তিনি জানান, এএনএম সাদাত হোসেন সাঈদ (৩৫) আনুমানিক দুই বৎসর পূর্বে তার প্রথম বিয়ের কথা গোপন করে ভিকটিম মোছাম্মৎ রোজিনা আক্তার’কে ইসলামী শরিয়াহ মোতাবেক রেজিঃ কাবিনমূলে গোপনে বিয়ে করে। ২য় বিয়ের প্রেক্ষিতে ভিকটিম ও তার মা আসামীর বাড়িতে গেলে ধৃত আসামী ও তার সঙ্গীয় অপর আসামী জান্নাতুল ফেরদৌস হ্যাপি(২৬)’সহ ভিকটিম মোছাম্মৎ রোজিনা আক্তার’কে চড় থাপ্পর ও কিল ঘুষি মেরে মাটিতে ফেলে দেয় এবং একপর্যায়ে ভিকটিমের শরীরে কেরোসিন তেল ঢেলে আগুন ধরিয়ে দেয়। ভিকটিমকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। উক্ত ঘটনার পরিপ্রেক্ষিতে ভিকটিমের মা মোছাঃ ফরিদা বেগম বাদী হয়ে ময়মনসিংহ জেলার মুক্তাগাছা থানায় একটি মামলা করেন। মামলা নং-২৩/১৫৬, তাং-২৬/০৬/২০২২খ্রিঃ, ধারা-নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ (সংশোধনী-২০০৩)-এর ৪(১)/৪(২)(খ)।

এ ঘটনার প্রেক্ষিতে গত ২৭ জুন রাতে মুক্তাগাছা উপজেলার মহিষতারা এলাকা থেকে মামলার প্রধান আসামী এএনএম সাদাত হোসেন সাঈদ (৩৫)-কে গ্রেফতার করে র‌্যাব। সে পলশা পশ্চিমপাড়ার মোঃ হারেজ আলী মাস্টারের ছেলে।

র‌্যাব জানায়, গ্রেফতারকৃত আসামী এ ঘটনার সাথে জড়িত থাকার কথা স্বীকার করেন। আসামীকে মুক্তাগাছা থানায় হস্তান্তর করা হয়েছে।