জহির রায়হান, ময়মনসিংহ :
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে নেশার টাকার জন্য আপন ভাইকে খুনের ঘটনায় মূল আসামীকে গ্রেফতার করেছে র্যাব-১৪, সিপিএসসি। ২৯ জুন (বুধবার) দুপুরে গৌরীপুর উপজেলা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত মোঃ সিয়াম মিয়া (১৯) ঈশ্বরগঞ্জের নওয়াপাড়ার মোঃ নোমান মিয়ার ছেলে।
গতকাল বিকালে র্যাবের পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি জানান, মেজর আখের মুহম্মদ জয়। তিনি জানান, গত ১৯ জুন ময়মনসিংহের ঈশ^রগঞ্জের নওয়াপাড়া গ্রামে ছোট ভাই কর্তৃক বড় ভাইকে হত্যা হয়েছে বলে জানতে পারে র্যাব। পরবর্তীতে র্যাবের একটি চৌকস আভিযানিক দল গোয়েন্দা তৎপরতার মাধ্যমে ২৯ জুন (বুধবার) দুপুরে গৌরীপুর উপজেলা হতে আপন ভাই হত্যা মামলার এজাহারনামীয় আসামী মোঃ সিয়াম মিয়া (১৯)কে গ্রেফতার করে র্যাব।
র্যাব জানায়, মাদকাসক্ত ভিকটিম মোঃ জামান মিয়া (২৪)। সে মাদকের টাকা জোগাড় করার জন্য মাঝে মধ্যে ঘরের বিভিন্ন জিনিসপত্র বিক্রি করে ফেলত। গত ২১ জুন মাদকের টাকা জোগাড় করার জন্য ঘর হতে একটি ছাগল বিক্রয়ের উদ্দেশ্যে নেয়ার সময় মামলায় উল্লেখিত আসামী মোঃ সিয়াম মিয়া (১৯) আপন ভাই মোঃ জামান মিয়াকে স্বজোরে দা দিয়ে কোপ মারিলে গুরুতর জখম হয়। পরবর্তীতে ভিকটিমের অবস্থা আশংকাজনক হওয়ায় তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ ও হাসপাতালে জরুরী বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃৃত ঘোষনা করেন। এব্যাপারে ভিকটিমের বাবা বাদী হয়ে ঈশ^রগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। যাহা ময়মনসিংহ জেলার ঈশ^রগঞ্জ থানার মামলা নং-১৭, তারিখ- ২২ জুন ২০২২ খ্রি:, ধারা-৩০২, পেনাল কোড ১৮৬০। গ্রেফতারকৃত আসামীকে ঈশ^রগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাচারী রোড, ময়মনসিংহ জেলা আইনজীবি সমিতির ৪ ও ৫ নং ভবনের বিপরীত পাশে।
ঢাকা কার্যালয়ঃ কে ৭৪/৫,কোরাতলী এআই ইউবি রোড খিলক্ষেত, ঢাকা, ১২২৯।
যোগাযোগঃ 01917925375 /01736554862 / 01721927699
প্রকাশক: মারুফ হোসেন কমল