-নাজমুল ইসলাম (পথিক)
বাক রুদ্ধ এ আমি নিশ্চুপ দাঁড়িয়ে দেখেছি
কিভাবে রোজ নিয়তির হাতে খুন হয় মধ্যবৃত্তের স্বপ্ন
পথের ধূলোয় পড়ে থাকে সহস্র বৎসরের আকাঙ্খা
শূণ্য হাতে গৃহহীন গৃহে ফিরে পিতার অযোগ্য সন্তানেরা
কিভাবে জননী আঁচলে লুকায় আষাঢ়ের ভেজা চোখ
নিঃস্ব হয়ে কাঁদে কৃষক পিতা ও তার শূণ্য গোয়াল
শেওলার মত ত্বকে জমে থাকে শত জনমের দুখ
হৃদয়ের উঠোনে ছড়িয়ে ছিটিয়ে থাকে বেদনার শস্য দানা
কিভাবে পুষ্টিহীন ঠোঁটের কোণে ধরে রাখে মিথ্যে হাঁসি
নিয়ম করে গিলে খায় ক্ষুধার তীব্র যন্ত্রণা আর
ডানা ভাঙ্গা প্রজাপতির মত পড়ে কোনোএক কোণে
চৌরাস্তার রেড সিগন্যালের মতই অসহ্য যন্ত্রণা সঙ্গী করে
ব্যর্থতাকে জাপ্টে ধরে হাতের কর গুনে পাড়ি দেয়
শ্মশানের মতই নীরব কোকিলহীন প্রতিটি বসন্ত
ঝরে যাওয়া পাপড়ির মত ভীষণ অযত্নে অবহেলায়
আর অভিমানে মৃত্যুর তৃষ্ণায় চাতকের মত আকাশ চেয়ে রয়