৮ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ , ২৩শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

প্রচ্ছদ সারা বাংলা পিকআপের ধাক্কায় বৃদ্ধের মৃত্যু।
১০, নভেম্বর, ২০১৯, ৯:৩২ পূর্বাহ্ণ -

এম এ রহমান জীবন কানাইঘাট প্রতিনিধিঃ

সিলেটের কানাইঘাটে বাজার খরচ নিয়ে যাওয়া হলনা বৃদ্ধ মশাহিদ আলী (মছন মিয়ার)। শনিবার রাত ৮টার দিকে একটি পিকআপ’র ধাক্কায় কেড়ে নিল তার প্রাণ। তিনি উপজেলার বড়চুতুল ইউপি’র মালীগ্রামের বাসিন্দা। পারিবারিক সূত্রে জানা যায় বিকালের দিকে দরিদ্র বৃদ্ধ মছন মিয়া কানাইঘাট বাজারে পরিবারের জন্য কাঁচা বাজারের খরচ করতে যান। এতে সাধ্যমত নিত্য বাজারও করেন। সেই খরচ নিয়ে গাড়ি যোগে বাড়িতে ফিরার পথে বাড়ির পাশে ঠিকমত গাড়ি থেকে নেমেও যান তিনি। কিন্তু ঘাতক পিকআপ তাকে বাঁচতে দেয়নি। কারন বৃদ্ধ মছন মিয়া বেপরোয়া গতির পিকআপটি দেখে গাড়ি থেকে নেমেই রাস্তার পাশে দাড়িয়েছিলেন। তার পরও রক্ষা হয়নি তার। পিকআপ’র ধাক্কায় মুর্হুতেই ক্ষতবিক্ষত হয়ে যায় তার দেহ। আর নিয়ন্ত্রনহীন বেপরোয়া পিকআপ গাড়িটি নিয়ন্ত্রন হারিয়ে চলে যায় ধান ক্ষেতে। সেখান থেকে চালক পার্শ্ববর্তী রায়পুর গ্রামের দিলদার হোসেন দৌড় দিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এতে স্থানীয়রা তাকে ধাওয়া করে আটক করেন। এবং বৃদ্ধ মছন মিয়াকে উদ্ধার করে কানাইঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে এক মাত্র মেয়ে ও বৃদ্ধ স্ত্রী’র কান্নায় ভেঙ্গে পড়েন। এ রির্পোট লেখা পর্যন্ত তাদের আহাজারীতে আশপাশের বাতাস ভারী হয়ে উঠেছে। প্রত্যক্ষদর্শীরা জানান পিকআপে সম্ভবত ভারতীয় অবৈধ নাসির বিড়ি কিংবা অন্য কিছু ছিল। যার কারনে সে পাগলের মত ছুটছিল। উল্লেখ্য মছন মিয়ার কোন ছেলে সন্তান নেই।

মাওলানা নূর আহমদ কাসেমী মাদ্রাসাকে ঢাল বানিয়ে ও নিরীহ মানুষকে মামলার ভয় দেখিয়ে জমি আত্মসাৎ করে গড়েছেন বিপুল সম্পত্তির পাহাড় ।

মব জাস্টিসের বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীকে সতর্ক থাকতে হবে : স্বরাষ্ট্র উপদেষ্টা।।

ময়মনসিংহ প্রেসক্লাব সংস্কারের প্রয়োজনে ১৫১ সদস্য বিশিষ্ঠ কমিটি ঘোষণা।।

রামগঞ্জে ৪ সাংবাদিকের মুক্তির দাবীতে ফেনী বিএমইউজে’র মানববন্ধন ও প্রতিবাদ সভা

রাজধানীজুড়ে তরুণ বিপ্লবীদের আঁকা গ্রাফিতি দেখলেন প্রধান উপদেষ্টা।।

ময়মনসিংহের শম্ভুগঞ্জ লালকুঠি দরবার শরীফে উপমহাদেশের প্রখ্যাত ওলী আল্লাহ হযরত খাজা বাবা শাহ্ শম্ভুগঞ্জী এনায়েতপুরী (রাঃ) সাহেবের “পবিত্র ৩০ শে আশ্বিন” (ফাতেহা শরীফ) উৎযাপন শুরু..।।