১৭ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ , ২রা ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ

প্রচ্ছদ ঢাকা ঢাকা কাস্টম হাউস এর তৃতীয় তলায় প্রতিদিন লাখ লাখ টাকা ঘুষ বাণিজ্য
২, জুলাই, ২০২২, ৭:০৩ অপরাহ্ণ - প্রতিনিধি:

চীফ রিপোর্টারঃ

হোসাইন আনোয়ার – রাজধানীর কুর্মিটোলায় অবস্থিত ঢাকা কাস্টম হাউস এর তৃতীয় তলায় ৩২২ নং রুম ও দ্বিতীয় তলায় ২১৪ নং রুমে প্রতিদিন লাখ লাখ টাকা ঘুষ বাণিজ্যের অভিযোগ পাওয়া গেছে।
জানা যায় তৃতীয় তলায় ৩২২ নং রুমে কুরিয়ার শুল্কায়ন গ্রুপের আমদানি করা পণ্য ছাড় করতে সরকারি শুল্ক কর পরিশোধের পর রাজস্ব কর্মকর্তার কাছে পেপার সাক্ষর এর জন্য আসতে হয়। আর এ সুযোগে রাজস্ব কর্মকর্তা তার পিয়ন এর মাধ্যমে প্রতি পেপারে ৫ থেকে ১০ হাজার টাকা ঘুষ নেয় বলে একটি সুত্রে জানা যায়।
অফিস শেষে বহিরাগত ওমেদার ঘুষের টাকা নিরাপদে পৌঁছে দেয়।

ঢাকা কাস্টম হাউস এর দ্বিতীয় তলায় ২১৪ নং রুমে উপ কমিশনার এর অফিসের পিয়ন আমদানি করা পণ্যর কাগজ পত্র পরীক্ষার নামে প্রতিদিন কয়েক লক্ষ টাকা ঘুষ বাণিজ্য করছে।

অপরদিকে হল রুমের তৃতীয় তলায় বগিরাগত গোলাম মোস্তফা কাছে সিএনএফ এজেন্ট গণ জিম্মি তাকে টাকা না দিলে রাজস্ব ও সহকারী রাজস্ব কর্মকর্তার সাক্ষর মেলে না।