এম এ আজিজ, স্টাফ রিপোর্টার, ময়মনসিংহ
বাংলাদেশ আওয়ামী ময়মনসিংহ মহানগর শাখার ১০,১১,১২,১৬ ও ১৭ নং ওয়ার্ড শাখার (৫টি ওয়ার্ড শাখা) ত্রি বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। রবিবার বিকালে নগরীর রেলওয়ে কৃষ্ণচূড়া চত্বরে এই সম্মেলন অনুষ্ঠিত হয়।
সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাদের গর্ব, আমাদের অহংকার। তিনি রাষ্ট্র নায়ক থেকে আজ বিশ্ব নেত্রী। দেশের নিজস্ব টাকায় পদ্মা সেতু করায় অনেকের ভাল লাগেনি। বাংলাদেশ আজ অনেক এগিয়েছে। যে পাকিস্তান আমাদের শাসন শোসন করেছে, ৫০ বছরের ব্যবধানে সেই পাকিস্তানের চেয়ে অনেকগুনে ভাল আছে বাংলাদেশ। নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি আরো বলেন, আওয়ামীলীগ ক্ষমতায় আছে বলেই আপনারা ভাল আছেন, সম্মান নিয়ে চলাফেরা করছেন, শান্তিতে ঘরে ঘুমাতে পারেন, পুলিশ হয়রানী করেনা, কেউ হামলা মামলা দেয়না। কোন ভা ইবা দালাল নয়, শেখ হাসিনার জন্য জীবন উৎসর্গ করুন। নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি আরো বলেন, কতক নেতাকর্মীদের কারণে শেখ হাসিনার অর্জন বিনষ্ট হচ্ছে। আবারো ক্ষমতায় যেতে হলে মানুষের আস্থা অর্জন করতে হবে। মানুষকে ভালবাসতে হবে। ধমক দিয়ে মানুষের ভালবাসা অর্জন করা সম্ভব নয়। নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি আরো বলেন, আওয়ামীলীগ পদ্মা নদীর চেয়েও খরশ্রোতা। কেউ প্রতিবন্ধকতা সৃষ্টি করলে তিনি আস্থাকুড়ে পড়ে যাবেন। ক্ষমতায় থাকলে ২০৪১ সালের আগেই বাংলাদেশ উন্নত বাংলাদেশ হবে। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির সদস্য উপাধ্যক্ষ রেমন্ড আরেং।
মহানগর আওয়ামী লীগের সভাপতি এহতেশামুল আলমের সভাপতিত্বে সভা পরিচালনা করেন মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোহিত উর রহমান শান্ত। এছাড়া বক্তব্য রাখেন ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট জহিরুল হক খোকা, সহ সভাপতি মমতাজ উদ্দিন মন্তা, গোলাম ফেরদৌস জিল্লু প্রমুখ। সম্মেলনে মহানগর আওয়ামী লীগের সহ সভাপতি শাহজাহান পারভেজ, এড মশিউর রহমান ফারুক, সদর উপজেলা চেয়ারম্যান আশরাফ হোসাইন, হোসাইন জাহাঙ্গীর বাবু, কাউন্সিলর তাজুল আলম, কামাল খান, আনোয়ারুল হক রিপন, এড আব্দুর রহমান আল হোসাইন তাজ সহ মহানগর যুবলীগ, কৃষকলীগ, শ্রমিকলীগ, স্বেচ্ছাসেবকলীগ, মহানগর যুব মহিলা লীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সমাপনী বক্তব্যে এহতেশামুল আলম ৫টি ওয়ার্ড কমিটি ভেঙ্গে দেন এবং নেতৃবৃন্দের সাথে পরামর্শক্রমে আগামী কয়েকদিনের মাঝে এই সকল ওয়ার্ডের কমিটি ঘোষণা করবেন বলে ঘোষণা দেন। এর আগে মহানগর আওয়ামীলীগের সভাপতি এহতেশামুল আলম অন্যান্য অতিথিদের নিয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মাধ্যমে সম্মেলন উদ্বোধন করেন।
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাচারী রোড, ময়মনসিংহ জেলা আইনজীবি সমিতির ৪ ও ৫ নং ভবনের বিপরীত পাশে।
ঢাকা কার্যালয়ঃ কে ৭৪/৫,কোরাতলী এআই ইউবি রোড খিলক্ষেত, ঢাকা, ১২২৯।
যোগাযোগঃ 01917925375 /01736554862 / 01721927699
প্রকাশক: মারুফ হোসেন কমল