চীফ রিপোর্টারঃ - অদ্য ০৩ জুলাই ২০২২ খ্রিঃ রবিবার সকাল ৮ঃ৩০ ঘটিকায় ঢাকা জেলার ঐতিহ্যবাহী মিল ব্যারাক পুলিশ লাইন্স মাঠে ঢাকা জেলা পুলিশের কীট প্যারেড অনুষ্ঠিত হয়।
ঢাকা জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোঃ মারুফ হোসেন সরদার, বিপিএম, পিপিএম (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতি প্রাপ্ত) মহোদয় কীট প্যারেডে সালাম গ্রহণ ও প্যারেড পরিদর্শন করেন এবং সকল পুলিশ সদস্যের উদ্দেশ্যে দিক নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।
প্যারেড কমান্ডার হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (কেরাণীগঞ্জ সার্কেল) জনাব শাহাবুদ্দিন কবির, বিপিএম। সহকারী প্যারেড কমান্ডার হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ আব্দুর রাজ্জাক মাতাব্বর আরআই, পুলিশ লাইন্স, ঢাকা জেলা।
এসময় উপস্থিত ছিলেন ঢাকা জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা ও ফোর্স বৃন্দ।
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাচারী রোড, ময়মনসিংহ জেলা আইনজীবি সমিতির ৪ ও ৫ নং ভবনের বিপরীত পাশে।
ঢাকা কার্যালয়ঃ কে ৭৪/৫,কোরাতলী এআই ইউবি রোড খিলক্ষেত, ঢাকা, ১২২৯।
যোগাযোগঃ 01917925375 /01736554862 / 01721927699
প্রকাশক: মারুফ হোসেন কমল