চীফ রিপোর্টার= ময়মনসিংহের কে সি রায় রোড এ অবস্থিত ডিভিশনাল কন্ট্রোলার অব একাউন্টস এর বিভাগীয় কার্যালয়।
উক্ত অফিস থেকে ময়মনসিংহের প্রতিটি সরকারি অফিসের বিল পাস করে থাকেন।
এছাড়াও সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের পেনশন, বেতন, এলপিসি সহ বিভিন্ন বিল অনলাইন এর মাধ্যমে সমাপ্ত করে থাকেন।
উক্ত অফিসে বিভাগীয় কর্মকর্তা ও অতিরিক্ত বিভাগীয় কর্মকর্তা সহ নিরীক্ষা ও হিসাব রক্ষন কর্মকর্তা, এসএস সুপারিন্টেন্ডেন্ট অডিটর রয়েছে একাধিক।
দেখা গেছে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা ও কর্মচারী আনাগোনা। অনেক সরকারি অফিসে কর্মকর্তারা কাজ একদিনে শেষ করতে না পেরে কয়েকদিন ঘুরতে হয়।
খোঁজ নিয়ে জানা যায় স্হানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের এক কর্মচারী ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের এক কর্মচারী গেল জুন মাসে অফিসের বিল পাস করাতে একদিনের কাজ এক সপ্তাহ সময় লাগে।
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাচারী রোড, ময়মনসিংহ জেলা আইনজীবি সমিতির ৪ ও ৫ নং ভবনের বিপরীত পাশে।
ঢাকা কার্যালয়ঃ কে ৭৪/৫,কোরাতলী এআই ইউবি রোড খিলক্ষেত, ঢাকা, ১২২৯।
যোগাযোগঃ 01917925375 /01736554862 / 01721927699
প্রকাশক: মারুফ হোসেন কমল