শেরপুর প্রতিনিধি:
আল্লাহর রহমতে সকলের সহায়তায় বাঁচতে চায় মেধাবি শিক্ষার্থী, রেশমা ইসলাম সেতু। সে টিস্যু ক্যন্সার জনিত “হজকিন লিম্ফোমা” নামক মারাত্মক রোগে আক্রান্ত।
রেশমা ইসলাম সেতু শেরপুর সরকারি কলেজ থেকে ২০১৮ সালে এইচএসসি (বিজ্ঞান) পাস করে।
ছোট বেলায় বাবা হারা সেতুকে লালন-পালন ভরন-পোষন এর জন্য বাবা ও মা দুই জনের দায়িত্ব পালন করতে হচ্ছে সেতুর মাকেই। সংসারের মহান হাল ধরতে হয় স্বামী হারা এই নারী (সেতুর মা)-কেই।
দীর্ঘদিন যাবত ঢাকার কয়েকটি হাসপাতালে সেতুকে চিকিৎসা করিয়ে আসছেন, যা অনেক ব্যয় বহুল। এতদিন তার পরিবার (মা) চিকিৎসার খরচ বহন করে আসলেও এখন সেতুর এ জটিল রোগের ব্যয় বহুল ও দীর্ঘমেয়াদী চিকিৎসা করানো তার পরিবারের পক্ষে সম্পূর্ণভাবে অসম্ভব হয়ে পড়েছে।
এমতাবস্থায় মেধাবী মেয়ের চিকিৎসা করাতে পাগল প্রায় সেতুর মা। স্থবির হয়ে দাঁড়িয়েছে তার সাংসারিক সকল কাজ।
তাই সেতুর বন্ধুরা সকলের আর্থিক সহায়তার পাশাপাশি সেতুর সুস্থতায় দোয়া কামনা করেছেন৷ সেতুর বন্ধুরা বলেন, আমাদের সকলের সাহায্য পেলে আল্লাহর রহমতে সেতু সম্পূর্ণ সুস্থ হয়ে উঠার সম্ভাবনা রয়েছে বলে চিকিৎসকরা জানিয়েছেন৷ তবে সেতুকে সুস্থ করে তুলতে কতটাকা লাগবে বা ব্যয় হতে পারে, তা নিশ্চিত করে বলা সম্ভব হয়নি৷ কারন, এটি দীর্ঘমেয়াদি ও ব্যয় বহুল চিকিৎসা ব্যবস্থা।
মেধাবী বন্ধু সেতুকে বাঁচাতে তার বন্ধুদের আবেদনে সাড়া দিয়ে অাসুন আমরা সবাই সাধ্যমত সাহায্যের হাত নিয়ে এগিয়ে যাই; এমন মানবিক আবেদন সকলের কাছে পৌঁছে দিতে কাজ করছেন অনেকে। সেতুর মতো একটি আলোক বর্তিকা আমাদের চোখের সামনে অকালে নিভে যাবে তা হতে পারেনা।
আমাদের সকলে নিজে উদ্যোগি হয়ে সেতুর পাশে দাঁড়ানো উচিত বলে অবগত হওয়া সকলেই মনে করছেন।
মেধাবি সেতুকে সুস্থ করে তুলতে সাহায্য পাঠাতে পারেন নিচের এই বিকাশ নম্বরে- রাকিব হাসান 01910-87 06 61(বিকাশ পার্সোনাল)।
তাছাড়া সেতুর বিষয়ে যেকোন তথ্য জানতে প্রয়োজনে ফোন করুন জুন্নুন আহমেদ বিজয় এর 01968-40 37 93 এই মোবাইল নম্বরে।